সাতসকালে শহরে ছিনতাইবাজের হামলা, টাকার ব্যাগ ছিনিয়ে উধাও ৩
#কলকাতা, অর্পিতা হাজরা: সাত সকালে শহরে ছিনতাইবাজের দৌরাত্ম্য। ব্যবসায়ীর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে উধাও মোটরবাইকে থাকা তিন দুষ্কৃতী। আলিপুর থানায় অভিযোগ দায়ের। রবিবার ভোর ৫টা নাগাদ বাড়ি থেকে চেতলা হাট রোডের দোকান খোলার জন্য যাচ্ছিলেন আলিপুর থানা এলাকার ব্যবসায়ী গোপাল সাউ। সেই সময় তাঁর কাছে হাজার তিরিশেক টাকা ছিল বলে জানিয়েছেন গোপাল। অভিযোগ, সেই সময়েই আচমকা পিছন থেকে একটি বাইকে আসে তিন দুষ্কৃতী। বাইকের একেবারে পিছনে বসে থাকা দুষ্কৃতী গোপালের হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট…