জরাজীর্ণ অবস্থা পার্ক সার্কাস বাজারের, কিন্তু কেন আটকে যাচ্ছে সংস্কার?
জরাজীর্ণ অবস্থা পার্ক সার্কাস বাজারের। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কার্যত শোচনীয় অবস্থায় রয়েছে পাক সার্কাস বাজারের বিল্ডিং। এই অবস্থায় সার্কাস বাজারটিকে সংস্কার করতে চাইছে কলকাতা পুরসভা। তবে এর জন্য পুরো বিল্ডিং ভেঙে সংস্কারের পরিকল্পনা রয়েছ পুরসভার। তার জন্য বাজারের ব্যবসায়ীদের সরে যেতে বলা হয়েছে পার্কসার্কাস ময়দান সংলগ্ন এলাকায়। তাই নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ব্যবসায়ীরা মোটেই সেখান থেকে সরতে রাজি হচ্ছেন না। ফলে সংস্কারের কাজ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বহু বছরের পুরনো এই বাজারে রয়েছে…