শেয়ার বাজারে ধস! মাথায় হাত লগ্নিকারীদের, কোন কোন শেয়ারে বড়সড় পতন?

শেয়ার বাজারে ধস! মাথায় হাত লগ্নিকারীদের, কোন কোন শেয়ারে বড়সড় পতন?

কলকাতা: সপ্তাহ শেষের আগে বড়সড় ধাক্কা ভারতীয় শেয়ার বাজারে (Indian Share Market)। শুক্রবার হুড়মুড়িয়ে ধস ভারতীয় শেয়ারবাজারের সবকটি সূচকে। একদিনে প্রায় ২ শতাংশ নেমেছে বাজার। 

দুপুর একটার মধ্যে সেনসেক্স (Sensex) নেমেছে এক হাজার পয়েন্টেরও বেশি। প্রায় ২ শতাংশ পড়েছে সূচক। ধস নেমেছে একাধিক বড় সংস্থার শেয়ারে। ধাক্কা নিফটিতেও (Nifty)। তিনশো পয়েন্ট পড়ে নিফটি ১৭ হাজারে ঘোরাফেরা করছে দুপুর পৌনে দুটো নাগাদ। বড়সড় ধস নেমেছে ব্যাঙ্ক নিফটিতেও (Bank Nifty) প্রায় ১৩০০ পয়েন্ট নেমেছে সূচক। একাধিক ব্যাঙ্কের শেয়ারে ধস নেমেছে। বাজারের এই অবস্থায় কার্যত মাথায় হাত লগ্নিকারীদের। এভাবে বাজারে ধস নামায় যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তাতে প্রভাব আরও বড়সড় হতে পারে মনে করেছেন লগ্নিকারীরা।

এখনও পর্যন্ত চার মাসের মধ্যে সর্বাধিক পতন হয়েছে নিফটিতে। নিফটির রিয়েলিটি সূচকেও বিশাল বড় ধাক্কা লেগেছে। গত ছয় মাসের মধ্যে সবচেয়ে তলানিতে এই সূচক। 

যে যে শেয়ারে সবচেয়ে বেশি ধাক্কা:

    • আদানি পোর্ট (Adani Port) অ্য়ান্ড স্পেশাল ইকোনমিক জোন
    • আদানি টোটাল গ্যাস লিমিটেড (Adani Total Gas Ltd)
    • অম্বুজা সিমেন্ট (Ambuja Cement)
    • আদানি গ্রিন এনার্জি
    • আদানি ট্রান্সমিশন
    • ডিক্সন টেকনোলজিস
    • এসিসি লিমিটেড (ACC ltd)
    • আদানি এন্টারপ্রাইজ লিমিটেড
    • ইন্ডাস টাওয়ার্স

উল্টোগতি:
শেয়ার বাজারে বিপুল ধস নামলেও এখনও পর্যন্ত দুটি এমন সংস্থা রয়েছে, যাদের শেয়ারে ঊর্ধ্বগতি দেখা গিয়েছে। তার মধ্যে দুটি এফএমসিজি সংস্থা। একটি ইমামি লিমিটেড (Emami Ltd) এবং অন্যটি প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল হাইজিন অ্যান্ড হেলথকেয়ার লিমিটেড (P&G)। 

ব্যাঙ্কে প্রবল ধাক্কা:
আদানির স্টকে ধাক্কা লাগায় তার প্রভাব এসে পড়েছে ব্যাঙ্কগুলিতেও। একাধিক সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের শেয়ার হুড়মুড়িয়ে নেমেছে

    • এসবিআই (SBI)
    • পিএনবি (PNB)
    • আইসিআইসিআই (ICICI)
    • এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)
    • অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) শেয়ার দুপুরের মধ্যে অন্তত ২-৩ শতাংশ নীচে নেমেছে।

কেন পতন?
টানা দ্বিতীয় ট্রেডিং সেশনে আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ার ভারী পতনের সঙ্গে খুলেছে। বাজার খোলার সঙ্গে সঙ্গে আদানি গ্রুপের স্টক ১৮ শতাংশ কমে গেছে। মার্কিন হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ হতেই এই ধস নেমেছে আদানি গ্রুপের শেয়ারে। এই সংস্থার অভিযোগ, শেয়ারের দাম বাড়াতে নিয়মের বাইরে কাজ করেছে কোম্পানি। শেয়ারের দামের মূল্যায়ন বেশি করে দেখানো হয়েছে বাজারে। যা কর্পোরেট গভর্নেন্সের চোখে ধরা পড়েছে।

(Feed Source: abplive.com)