শেয়ার বাজারে ধস! মাথায় হাত লগ্নিকারীদের, কোন কোন শেয়ারে বড়সড় পতন?
কলকাতা: সপ্তাহ শেষের আগে বড়সড় ধাক্কা ভারতীয় শেয়ার বাজারে (Indian Share Market)। শুক্রবার হুড়মুড়িয়ে ধস ভারতীয় শেয়ারবাজারের সবকটি সূচকে। একদিনে প্রায় ২ শতাংশ নেমেছে বাজার। দুপুর একটার মধ্যে সেনসেক্স (Sensex) নেমেছে এক হাজার পয়েন্টেরও বেশি। প্রায় ২ শতাংশ পড়েছে সূচক। ধস নেমেছে একাধিক বড় সংস্থার শেয়ারে। ধাক্কা নিফটিতেও (Nifty)। তিনশো পয়েন্ট পড়ে নিফটি ১৭ হাজারে ঘোরাফেরা করছে দুপুর পৌনে দুটো নাগাদ। বড়সড় ধস নেমেছে ব্যাঙ্ক নিফটিতেও (Bank Nifty) প্রায় ১৩০০ পয়েন্ট নেমেছে সূচক। একাধিক ব্যাঙ্কের শেয়ারে ধস নেমেছে। বাজারের…