আমার ওটিটি ডেবিউর জন্য ‘ইন্দুবালা’ ছিল সেরা প্রোজেক্ট: শুভশ্রী গঙ্গোপাধ্যায়

আমার ওটিটি ডেবিউর জন্য ‘ইন্দুবালা’ ছিল সেরা প্রোজেক্ট: শুভশ্রী গঙ্গোপাধ্যায়

কলকাতা: ‘ইন্দুবালা ভাতের হোটেল আমার ভীষণ কাছের একটা কাজ। এই চরিত্রটা পর্দায় ফুটিয়ে তুলতে ভীষণ আনন্দ পেয়েছি আমি। ইন্দুবালার চরিত্রটা ভীষণ কঠিন, দৃঢ়প্রতিজ্ঞ কিন্তু আগ্রাসী নয়। তার দৃঢ়তা লুকিয়ে থাকে তাঁর নরম চরিত্রে, তাঁর দয়াপরবশ চরিত্রে আর সমস্ত কিছুর মধ্যে ভাল কিছুকে খুঁজে নেওয়ার ক্ষমতায়। নিঃসন্দেহে এই চরিত্রটা ভীষণ ভীষণ চ্যালেঞ্জিং কিন্তু এমন চ্যালেঞ্জ আমি আবার নিতে চাই। আমার মনে হয়, ওটিটিতে আমার ডেবিউর জন্য ইন্দুবালা ভাতের হোটেলের চেয়ে বেশি ভাল প্রোজেক্ট আর কিছু হতেই পারত না। ইতিমধ্যেই টিজারটা সবার পছন্দ হয়েছে। ট্রেন্ড করছে ইউটিউবেও। আশা করি দর্শকদের সিরিজটাও ভীষণ ভাল লাগবে। আমি অধীর অপেক্ষায় রয়েছি।’

কথাগুলির বক্তা পর্দার ইন্দুবালা খোদ। ওরফে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। সদ্যই মুক্তি পেয়েছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর টিজার। প্রস্থেটিক মেকআপে অচেনা শুভশ্রী। তবে শুধু কী অনুরাগীরা? শুভশ্রীর লুক দেখে প্রশংসায় পঞ্চমুখ টলিউডও। ইউটিউবে ট্রেন্ডিংয়ের তালিকাতেও ঢুকে গিয়েছে এই টিজার।

কল্লোল লাহিড়ির কাহিনী অবলম্বনে ‘হইচই’-এর নতুন ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল। মুখ্যভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দেবালয় ভট্টাচার্য্য (Debaloy Bhattacharyya)-র পরিচালনায় ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখছেন শুভশ্রী। প্রথম পোস্টারেই তাঁর লুক নিয়ে কার্যত হইচই পড়ে গিয়েছিল। আজ আর বৃদ্ধার ভূমিকায় তাঁর গলার স্বর শুনেও যেন মনে হল, কথা বলছেন এক বৃদ্ধা, শুভশ্রী নয়। তাঁর ভাঙা, ধরা গলা, বয়সের ভারে কুঁচকে যাওয়া চামড়া ফুটিয়ে তোলে এক বৃদ্ধার গল্প, ইন্দুবালার গল্প।

তবে শুধু শুভশ্রী নন, এই টিজারে দেশ ছেড়ে আসার যন্ত্রণা, বাল্যপ্রেম, বিবাহ… আভাস মেলে সবকিছুরই। টিজার শেয়ার করে নিয়ে প্রযোজনা সংস্থার তরফ থেকে লেখা হয়েছে, ‘এই ইতিহাস দেশ ছাড়ার ইতিহাস। এই ইতিহাস স্বজন হারানোর ইতিহাস। এই ইতিহাস স্বাদের ইতিহাস…’ মার্চ মাসে হইচই-এর ওয়েব প্লাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ। এখনও প্রকাশ্যে আসেনি মুক্তির তারিখ।

(Feed Source: abplive.com)