নিয়োগ দুর্নীতিতে মিছিল, সায়নীকে টেনে আক্রমণ বিজেপির

নিয়োগ দুর্নীতিতে মিছিল, সায়নীকে টেনে আক্রমণ বিজেপির

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam Case) কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগে যুব তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে ইডি (ED)। এই বিতর্কে এবার যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh) টেনে আনল বিজেপি (BJP)। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি ইস্যুতে পথে নেমেছিল বিজেপির যুব মোর্চা। রুবি মোড় (Ruby Morre) থেকে বেহালা শখের বাজার (Sakher Bazar) পর্যন্ত বাইক ‍র‍্যালির আয়োজন করেছিল তারা। যেখানে বিজেপির আক্রমণের কেন্দ্রে ছিলেন সায়নী ঘোষ। পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূলও।

সায়নীকে আক্রমণ অগ্নিমিত্রার

মিছিল থেকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পালের অভিযোগ, ‘আজ সায়নী ঘোষ তৃণমূলের যুব নেত্রী, তাঁর সংগঠনের সম্পাদক, তাঁকে দেখা যাচ্ছে কুন্তল ঘোষ, ১০০ কোটি টাকা চুরি করেছেন,চাকরি চুরি করে। সায়নীর সঙ্গে দেখা গিয়েছে কুন্তল ঘোষকে। সব জানত তৃণমূল নেতৃত্ব। কে জড়িত দুর্নীতিতে জানতে চাই ‘

নিয়োগ দুর্নীতি মামলায়, গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, আমি শুনেছি এক অভিনেত্রী তিনটি ফ্ল্যাট ভেঙে একটা বড় ফ্ল্যাট পেয়েছেন। জানতে চাই কে তিনি ? এই অভিনেত্রীকে দেখতে চাই। তার সিনেমাও দেখতে চাই। অভিনেত্রীর নাম জানিয়ে, ED কে হলফনামা পেশ করার নির্দেশও দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যা নিয়ে অগ্নিমিত্রা পাল বলেছেন, ‘আর আমরা জানতে চাই, আমাদের বিচারপতি, বাংলার বাঘ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন, কোন যুব নেত্রী, কোন অভিনেত্রী এর সাথে জড়িত, তার নাম কী আমরা জানতে চাই। তার নাম সামনে আসুক, পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায়, কে সেই অভিনেত্রী, কে সেই যুবনেত্রী,যে এই চাকরি চুরির সঙ্গে জড়িত, তার নাম প্রকাশ্যে আনা হোক।’

পাল্টা আক্রমণ তৃণমূলের

যে বিষয়ে বিজেপিকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের আক্রমণ, ‘দুর্নীতি ইস্যুতে বিজেপি আগে শুভেন্দুর বিরুদ্ধে মিছিল করুক। এফ আই আরে থাকা নেতাকে পুষবে৷ আবার রাস্তায় নেমে মানুষকে মিছিল করে অসুবিধায় ফেলবেন সেটা হতে পারে না।’

এদিকে, দুর্নীতির প্রতিবাদে যখন তৃণমূলের বিরুদ্ধে পথে নামছে বিজেপি, তখন পাল্টা সারদাকাণ্ডে সিবিআই তদন্তের ধীর গতির কথা মনে করিয়ে দিচ্ছে সিপিএম। কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ি বলেছেন, ‘বিজেপি যে পথে নামছে, সারদা-নারদার ক্ষেত্রে সিবিআই তদন্তে দেরি করছে কেন ?’

(Feed Source: abplive.com)