India vs Australia: বর্ডার-গাভাসকর সিরিজ শুরুর আগে ভারতীয় দলে বড় সুখবর

India vs Australia: বর্ডার-গাভাসকর সিরিজ শুরুর আগে ভারতীয় দলে বড় সুখবর

বেঙ্গালুরু: ৯ ফেব্রুযারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার বর্ডার গাভাসকর ট্রফি। চার ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল। এই সিরিজকে ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উন্মাদনার পারদ। আর সিরিজ শুরুর আগে ভারতীয় দলের জন্য সুখবর। প্রথম ২টি টেস্টে দলে না থাকলেও বেঙ্গালুরির জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুরো দমে বোলিং শুরু করে দিলেন জসপ্রীত বুমরা। ফলে তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য দলে ফেরার সম্ভাবনা প্রবল বুমবুমের।

পিঠের চোটের সমস্যায় দীর্ঘ দিন ধরেই ভুগেছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারেননি বুমবুম। ঘরে বসেই দেখতে হয়েছে টি-২০ বিশ্বকাপ। খেলতে না পারার আক্ষেপের কথাও জানিয়েছেন তারকা পেসার। নতুন বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে বুমরাকে দলে রাখা হলেও শেষ মুহূর্তে তার নাম তুলে নেয় বিসিসিআই। জানা যায় একশো শতাংশ ফিট না থাকায় বুমরাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ বোর্ড। তবে এবার ভারতীয় ক্রিকেট সমর্থকদের খুশির খবর দিলন জসপ্রীত বুমরা। কারণ চোট সারিয়ে বোলিং শুরু করে দিয়েছেন জসপ্রীত বুমরাহ। ফিজিক্যাল ট্রেনিং আগেই শুরু করেছিলেন বুমরা। এবার নেটে বোলিং অনুশীলনও শুরু করলেন ভারতীয় পেসারকে।

প্রসঙ্গত, শেষ বার জাতীয় দলের হয়ে বুমরাকে খেলতে দেখা গিয়েছিল ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর। ইংল্যান্ড সফরের পরে কোমরের ‘স্ট্রেস ফ্র্যাকচার’-এর শিকার হয়েছিলেন বুমবুম। তারপর থেকে মাঠের বাইরেই রয়েছেন তারকা পেসার। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চলছিল তার রিহ্যাব। মাঠে ফেরার জন্য মুখিয়ে ছিলেন টিম ইন্ডিয়ার ইয়র্কার স্পেশালিস্টও। তার নেটে অনুশীলন ফেরার খবরে খুশি ফ্যানেরা। বিশ্বকাপের আগে স্বস্তিতে ভারতীয় টিম ম্যানেজমেন্টও।

(Feed Source: news18.com)