পঞ্চায়েতের আগে মাস্টারস্ট্রোক! সাগরদিঘিতে বিরাট বার্তা সিপিআইএম-কংগ্রেসের

পঞ্চায়েতের আগে মাস্টারস্ট্রোক! সাগরদিঘিতে বিরাট বার্তা সিপিআইএম-কংগ্রেসের

কলকাতাঃ সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে সমর্থন চেয়ে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। জোটের পক্ষে সায় দিয়েছে সিপিআইএমের রাজ্য নেতৃত্বও। আলিমুদ্দিন স্ট্রিটের সবুজ সংকেত পেয়ে জোট প্রার্থীর হয়ে প্রচারে নামার সিদ্ধান্ত নিয়েছে দলের মুর্শিদাবাদ জেলা কমিটি।

জেলা সম্পাদক জামির মোল্লা জানিয়েছেন, “কংগ্রেসকে সব রকম ভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি আমরা। ২০২১ সালে যেভাবে প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করা হয়েছিল, সেভাবেই প্রচার করা হবে। যৌথ কর্মসূচিও করা হবে কংগ্রেসের সঙ্গে।”

সামনে পঞ্চায়েত নির্বাচন ধরে নিয়ে নিজেদের মতো করে ঘুঁটি সাজাচ্ছে সব রাজনৈতিক দলই। আর সাগরদিঘি নির্বাচন ব্যবহার করে কার্যত নিচুতলায় বার্তা দিয়ে দেওয়া হল দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে।

গত বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস ও আইএসএফ মিলে তৈরি হয়েছিল সংযুক্ত মোর্চা। আইএসএফ একটি আসনে জিতলেও বাম ও কংগ্রেস রাজ্যে খাতা খুলতে পারেনি। এরপর থেকে জোট নিয়ে বিতর্কও কম হয়নি। কয়েকটি নির্বাচনে জোট না করে ভাল ফল হয়েছে বলেও তত্ত্ব খাড়া করেছে বাম নেতৃত্বের একাংশ। যদিও জোট করে নির্বাচনে যাওয়ার পক্ষেই পাল্লা ভারী থেকেছে বরাবরই।

শুধুমাত্র রাজ্যেই নয়। কংগ্রেসের সঙ্গে জোটের বিরুদ্ধে থাকা ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে জোটের পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার রাজ্য কমিটি। ফলে কংগ্রেসের সাথে জোট নিয়ে দিন দিন আলিমুদ্দিন স্ট্রিটের মতোই জোরাল হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেসের-ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়ার জন্য সিপিআইএমকে আবেদন জানানো হয়েছিল।

দীর্ঘদিন জল্পনার পরেও সেই রাস্তায় হাঁটেনি তারা। ফলে আগামীদিনে জোটের ভবিষ্যত কোন দিকে যাবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। শেষ পর্যন্ত সাগরদিঘী বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের ডাকে সারা দিয়ে সেই জল্পনায় জল ঢালল আলিমুদ্দিন স্ট্রিট। একইসঙ্গে আগামী পঞ্চায়েত নির্বাচনে যে দুই দল জোটের পথেই যাবে কার্যত তা নিশ্চিত করে দিল তারা, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ।

(Feed Source: news18.com)