চুক্তি ভিত্তিক কর্মী কি পোলিং অফিসার হতে পারে? কমিশন চায় শুনে প্রশ্ন আদালতের
সিভিক ভলান্টিয়ার বা চুক্তিভিত্তিক শ্রমিকদের ভোটের কাজে ব্যবহার না করতে পরামর্শ দিল আদালত। সোমবার পঞ্চায়েত মামলার দ্বিতীয় দফার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনারকে বিবেচনা করতে বলেছেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে পঞ্চায়েত ভোট সংক্রান্ত একাধিক জনস্বার্থ মামলার শুনানি চলছিল। সেই মামলাতে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা চাই কোনও চুক্তিভিত্তিক কর্মী বা সিভিক ভলান্টিয়ার কোনও ভাবেই পঞ্চায়েত নির্বাচনে যেন অংশ না নেয়। এই নির্বাচন প্রক্রিয়া থেকে তাঁদের বাদ রাখা হোক।…