সাবধান!সোমবার থেকে মনোনয়নকেন্দ্রের ১ কিমি জুড়ে ১৪৪ ধারা,বিরাট সিদ্ধান্ত কমিশনের

সাবধান!সোমবার থেকে মনোনয়নকেন্দ্রের ১ কিমি জুড়ে ১৪৪ ধারা,বিরাট সিদ্ধান্ত কমিশনের

সোমবার থেকে একেবারে কোমর বেঁধে মনোনয়ন জমা দিতে নামবে তৃণমূল। বিরোধীরাও তাদের মতো করে চেষ্টা করবে। তবে এসবের মধ্যে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা করছেন অনেকেই। আর সেই নিরিখে এবার ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন।

সূত্রের খবর,মনোনয়ন কেন্দ্রের ১ কিমির মধ্যে ১৪৪ ধারা জারি করা থাকবে। অশান্তি রুখতেই এই সিদ্ধান্ত। সোমবার থেকে এই নিয়ম কার্যকরী হবে। মনোনয়নের সময় অশান্তি রুখতে এই কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়ন কেন্দ্রের বাইরে ১ কিমি পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করা হবে। সূত্রের খবর, মনোনয়ন কেন্দ্রের মধ্য়ে প্রার্থী সহ মাত্র ২জন ঢুকতে পারবেন। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে যাতে কোনও হিংসা না ছড়ায় সেকারণে এই সিদ্ধান্ত। তাছাড়া মনোনয়নকে কেন্দ্র করে যাতে জমায়েত না হয় সেকারণে কড়়া নির্দেশ। মূলত হিংসা বিহীন ভোট করাটা এবার রাজ্য নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ।

এদিকে মনোনয়নের সময়সীমা বৃদ্ধি হতে পারে বলেও শোনা যাচ্ছে। তবে এনিয়ে সরকারিভাবে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি।

  ওয়াকিবহাল মহলের মতে, এবার মনোনয়নেপর্বের প্রথম থেকেই রক্ত ঝরছে বাংলায়। মুর্শিদাবাদে এক কংগ্রেস কর্মী খুন হয়েছেন। ডোমকলে অস্ত্র সহ ধরা পড়েছিল তৃণমূৃল নেতা  হাসিম মোল্লা। একেবারে বিডিও অফিসের সামনে ধরা পড়েছিলেন। অস্ত্র আইনে মামলা রুজু হয়েছিল। তবে গোটা ঘটনায় অস্বস্তিতে পড়ে শাসকদল। অন্যদিকে মনোনয়ন পর্ব মিটতেই শনিবার কোচবিহারের দিনহাটার ওকরাবাড়িতে অশান্তি বাঁধে। এক যুবক আহত হয়েছিল। এদিকে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা করছেন অনেকেই। তবে কমিশন অবশ্য় আগেই ১৪৪ ধারা জারি করল। সেটাও আবার মনোনয়ন কেন্দ্র থেকে ১ কিমি এলাকার মধ্যে। সেক্ষেত্রে এবার আদৌ অশান্তি কতটা কমে সেটাই দেখার।

এদিকে ভাঙর ২ নম্বর বিডিও অফিসের মধ্য়ে এক সরকারি কর্মীকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ। আইএসএফকে কেন তিনি মনোনয়নপত্র দিয়েছেন তার জেরেই শাসকদল তার উপর চড়াও হয়েছিল বলে অভিযোগ। এরপর সরকারি কর্মীদের মধ্য়েও আতঙ্ক ছড়ায়। এর জেরে আর কোনও ঝুঁকি নিচ্ছেন না সরকারি কর্মীদের একাংশ। তাঁরাও এবার কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন করা হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফেও কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে।

(Feed Source: hindustantimes.com)