Arjun Singh : ‘দু’বছর ছিলাম না, অনেক অ্যাক্সিডেন্টাল নেতা তৈরি হয়েছে’

Arjun Singh : ‘দু’বছর ছিলাম না, অনেক অ্যাক্সিডেন্টাল নেতা তৈরি হয়েছে’

কলকাতা : ‘, যে ঘরের ছেলে ছিলাম, সেই ঘরে ফিরে এসেছি ‘ । গত বছর তৃণমূলে ( TMC )  ফিরে এই কথাই বলেছিলেন অর্জুন সিংহ ( Arjun Singh ) । কিন্তু ঘরে এসে কি দেখলেন, ঘর অনেক বদলে গিয়েছে ? দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ অর্জুন এবার বললেন , ‘ অনেক অ্যাক্সিডেন্টাল নেতা তৈরি হয়েছে’

আগেও দুর্নীতি ইস্যুতে মুখ খোলেন তিনি। আবারও  দুর্নীতি ইস্য়ুতে নাম না করে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন অর্জুন সিংহ । বললেন , ‘দু’বছর ছিলাম না, অনেক অ্যাক্সিডেন্টাল নেতা তৈরি হয়েছে’। ২০১৯ এ লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন। তখন ফুলবদল করে তিনি বলেছিলেন, ‘ মা, মাটি, মানুষ এখন মানি মানি মানি। এখন তিনি আবার সেই শিবিরেরই সেনা। কিন্তু তাঁর গলায় ক্ষোভের সুর। বললেন, ‘একটা রাগ, অভিমান নিয়ে আমি ছেড়েছিলাম। এই সব অ্যাক্সিডেন্টাল নেতাকে খুঁজে পাওয়া যাবে না। এরা দলের গায়ে কালি লাগাচ্ছে। দলের স্বচ্ছ ভাবমূর্তিকে নষ্ট করছে। এদের কোনও মতে রেয়াত করা হবে না’। জগদ্দলে দলীয় কর্মসূচির মঞ্চ থেকে হুঁশিয়ারি দেন ব্যারাকপুরের সাংসদ।

আরও পড়ুন :

গতবছর অক্টোবর মাসেই একবার নিয়োগ দুর্নীতি ইস্যুতে মুখ খোলেন অর্জুন সিংহ। টাকার পাহাড়ের ছবি দলের ভাবমূর্তি নষ্ট করেছে বলে স্বীকার করেন ব্যারাকপুরের সাংসদ। অর্জুনের দাবি ছিল,’  টাকা উদ্ধারের ঘটনা মানুষ খারাপ নজরে দেখছে। দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। দু’জন চুরি করলেও, তার দায় দলের ৯৮ শতাংশের ওপর পড়ছে বলে মন্তব্য করেন অর্জুন সিং। অক্টোবরে ব্যারাকপুরে দলের বিজয়া সম্মিলনীতে নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ব্যারাকপুরের সাংসদ। আবারও তিনি মুখ খুললেন দলের অন্দরের ‘অ্যাক্সিডেন্টাল নেতা’দের নিয়ে। তিনি আরও বলেন, ‘ টাকার পাহাড় দেখিয়ে সারা বাংলায় দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।দু’জন চুরি করছে, আর ৯৮% তৃণমূলের ওপরে কিন্তু প্রশ্নচিহ্ন লেগে যাচ্ছে যে, এরা সব চোর। এই দু’জনকে চিহ্নিত করতে হবে। মানুষ কিন্তু সবটাই নজর রাখছে। এমনই কিছু মানুষের জন্য আমাদের অসুবিধা হচ্ছে। অনেকরকম প্রশ্ন ট্রেনে, বাসে শুনতে হচ্ছে।…মানুষ কিন্তু একটু আমাদের ওপরে খারাপ নজরে দেখছে। ‘

(Feed Source: abplive.com)