অশ্বিনকে সামলাতেই দম বেরিয়ে যাবে অস্ট্রেলিয়ার, টেস্ট সিরিজ নিয়ে ভবিষ্যৎবাণী

অশ্বিনকে সামলাতেই দম বেরিয়ে যাবে অস্ট্রেলিয়ার, টেস্ট সিরিজ নিয়ে ভবিষ্যৎবাণী

নাগপুর: অস্ট্রেলিয়া বধের জন্য ঘূর্ণি পিচ তৈরি করার ব্যাপারে সম্পূর্ণ সায় আছে রবি শাস্ত্রীর। অস্ট্রেলিয়া যেমন নিজেদের দেশে পেস বোলিং দিয়ে বিপক্ষের ঘাড়-মটকাতে চায়, তেমনই ভারত নিজেদের দেশে স্পিন ব্যবহার করবে সেটাই স্বাভাবিক মনে করেন রবি। রবিচন্দ্রন অশ্বিনের ফর্মই ঠিক করবে ভারত বনাম অস্ট্রেলিয়ার বহু প্রতীক্ষিত টেস্ট সিরিজের ভবিষ্যৎ।

এমনই মনে করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তবে পরিকল্পনা নিয়ে ভারতীয় অফস্পিনারটির বেশি ভাবনাচিন্তা করার দরকার নেই বলে জানিয়েছেন তিনি। শাস্ত্রীর কোচিংয়ে অস্ট্রেলিয়ায় দু’বার টেস্ট সিরিজ জিতেছে ভারত। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন, অশ্বিন যেন স্ট্র্যাটেজি নিয়ে বেশি মাথা না ঘামায়।

নিজের ছন্দে বল করলেই সাফল্য পাবে। ওর ফর্মই ঠিক করবে সিরিজের গতিপথ। যে কোনও কন্ডিশনেই ও বিশ্বমানের একজন বোলার। ভারতীয় কন্ডিশনে তো রীতিমতো বিধ্বংসী মূর্তি ধারণ করে। পিচ থেকে সহায়তা পেলে কিংবা বল ঘুরতে শুরু করলে সব ব্যাটাসম্যানকেই ও সমস্যায় ফেলার ক্ষমতা ধরে। অশ্বিন হল একটা প্যাকেজের মতো।

কার্যকরী বোলিংয়ের পাশাপাশি ব্যাট হতে গুরুত্বপূর্ণ রানও করে দেবে। অশ্বিন ও রবীন্দ্র জাদেজার সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে কুলদীপ যাদবকে পছন্দ শাস্ত্রীর। তাঁর মতে, জাদেজা ও অক্ষর প্যাটেল একই ধরনের স্পিনার। কুলদীপ অনেকটাই আলাদা। টস হেরে প্রথম দিন বল করতে হলে এমন কাউকে দরকার যে বিপক্ষকে চাপে ফেলবে।

আর বল ঘোরানোর জন্য পিচের সহায়তার প্রয়োজন পড়ে না কুলদীপের। মিডল অর্ডারে সূর্যকুমার যাদবের মতো আক্রমণাত্মক ব্যাটারের প্রয়োজন রয়েছে বলেও অভিমত শাস্ত্রীর। তাঁর কথায়, সূর্য প্রো-অ্যাকটিভ। ও খুচরো রানেও নজর দেয়। ভারতীয় কন্ডিশনে সাফল্যের জন্য বিপক্ষ বোলারদের মাথায় চড়তে দিলে হবে না।

দ্রুত ৩০-৪০ রানও অনেক সময় ফারাক গড়ে দেয়। ঘূর্ণি পিচে তেমন ব্যাট করার ক্ষমতা রয়েছে সূর্যর। ভারত নিজেদের শক্তি অনুযায়ী খেলতে পারলে অস্ট্রেলিয়াকে এবারও ধুয়ে দেওয়া সম্ভব মানছেন শাস্ত্রী।

(Feed Source: news18.com)