আরামবাগ: রাত থেকে নিরুদ্দেশ, সকালবেলায় খালের জল থেকে মৃতদেহ উদ্ধার। এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার আরামবাগের বাতানলে। জানা যায় মৃতের নাম শংকর মালিক। বাড়ি বাতানল গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে বিকালে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। তারপর থেকে আর বাড়ি ফেরেননি। পরদিন বাতানলসংলগ্ন পেট্রোল পাম্পের কাছে শংকর বাবুর মৃতদেহ স্থানীয়রা দেখতে পায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আরামবাগ থানায়। ঘটনাকে নিয়ে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, ‘‘মাঠে কাজ করতে যাওয়ার সময় দেখলাম এলাকার বাসিন্দারা অনেকে জমায়েত হয়েছে।. আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম. তার পরই দেখলাম ওই ব্যক্তির মৃতদেহ খালের জলে।’’ সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে পড়েন এবং আরামবাগ থানায় খবর দেওয়া হয়।
পরিবারের এক সদস্য জানিয়েছেন, ‘‘সোমবার বিকাল থেকে বাড়ি থেকে বেরিয়েছিলেন শংকরবাবু, কিন্তু তারপর রাতে অনেক খোঁজাখুঁজি করলেও তাঁর সন্ধান মেলেনি৷ মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পরিবারের লোকেরা খবর পান, একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। তড়িঘড়ি পরিবারের সকলেই এসে দেখেন শঙ্করবাবুর দেহ।
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে আরামবাগে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আত্মহত্যা নাকি খুন, পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে আরামবাগ থানার পুলিশ।
(Feed Source: news18.com)