বঙ্গভঙ্গের বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব আনছে সরকার পক্ষ

বঙ্গভঙ্গের বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব আনছে সরকার পক্ষ

কলকাতা:বঙ্গভঙ্গের বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে রাজ্যের সরকার । ১৮৫ ধারায় সেই প্রস্তাব আনা হবে। ঘটনাচক্রে, আজ দলের সমস্ত বিধায়ককে বিধানসভায় হাজির থাকার জন্য নির্দেশ দিয়েছে তৃণমূল পরিষদীয় নেতৃত্ব।বারবার বাংলার ভাগের চর্চার বিরুদ্ধে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এমন কি, এ কথাও তাঁরা বলেছেন, এখানে কোনও উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ নয়। একটাই বঙ্গ। তা হল পশ্চিমবঙ্গ।

অন্যদিকে বিজেপির শিবিরে এই বিষয় নিয়ে নানা মতই শোনা গিয়েছে।কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা, বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার মতো কেউ কেউ সরাসরি বাংলা ভাগের দাবি করেছেন। আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক প্রশাসনিকভাবে এই দাবি নিয়ে কোনও মন্তব্য না করলেও উত্তরবঙ্গের মানুষের আবেগের কথা বলেছেন।

পাশাপাশি সরাসরি বাংলা ভাগের কথা না বললেও বারবার উত্তরবঙ্গের বঞ্চনার অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা। অন্যদিকে বাংলা ভাগ নিয়ে বিষ্ণুপ্রসাদ, জন বার্লাদের বক্তব্যকে ব্যক্তিগত বলেও মন্তব্য করেছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব।এমন কি, রাজ্যের পশ্চিমাঞ্চল বা জঙ্গলমহল আলাদা করার দাবিও কখনও কখনও করেছেন এ রাজ্যের বিজেপির কোনও কোনও জন প্রতিনিধি।

বঙ্গভঙ্গ নিয়ে নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করেছে শাসক দল। দলের বক্তব্য ছিল, যে বা যারা বাংলা ভাগ নিয়ে বারবার সরব হয়েছে তাঁরা কেন কোনওভাবে ২০২১ সালের বিধানসভা ভোটের আগে বিজেপির যখন ইস্তাহার প্রকাশ করা হয়েছিল, তখন বলেননি তাঁরা বাংলা ভাগ চান।

যদিও দুই রাজনৈতিক দলের মধ্যেই বিগত কয়েকদিন ধরেই এই বাংলা ভাগ নিয়ে বিস্তর আলোচনা চলছে।অন্যদিকে সাম্প্রতিক সময়েও পাহাড়ে ফের গোর্খাল্যান্ড ইস্যু নিয়ে নানা আলোচনা মাথাচাড়া দিয়ে উঠেছে। একাধিক রাজনৈতিক দল  ফের গোর্খাল্যান্ডের দাবিতে একজোট হয়েছে। আলোচনা শুরু করেছে। এই অবস্থায় বিধানসভায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হলে বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা কি হবে তা নিয়ে আগ্রহ রয়েছে  রাজনৈতিক মহলে।

(Feed Source: news18.com)