এক মঞ্চে সিধু, অনিন্দ্য, পটা, বাংলাকে ভালবেসে সুরের বিশেষ জলসা

এক মঞ্চে সিধু, অনিন্দ্য, পটা, বাংলাকে ভালবেসে সুরের বিশেষ জলসা

কলকাতা: ভাষাদিবস উপলক্ষ্যে আয়োজন করা হল বাংলা গানের জলসার। এক মঞ্চে হাজির অনিন্দ্য, পটা, সিধুরা। আসরে গাওয়া হবে শুধু বাংলা গান। সুরে সুরে বাঁধা রইল ভাষার ভালবাসা।

২১ ফেব্রুয়ারি ভাষাদিবস উপলক্ষ্যে একটি বাংলা গানের জলসার আয়োজন করেছিল স্টার জলসা। সেখানে সঙ্গীতশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন সমদীপ্তা, পটা, দীপান্বিতা, অনিন্দ্য, দুর্নিবার, শোভনেরা। এছাড়াও ছিলেন সুপার সিঙ্গারের প্রতিযোগীরা। ঋষি পন্ডা, সুজয়, অনিন্দ্য, তীর্থ, রূপঙ্কর, সৌমিত্রের গানে মাতল আসর।

সঙ্গীতশিল্পীরা ছাড়াও মঞ্চে উপস্থিত রইলেন সাধক রামপ্রসাদ ও বালিঝড় ধারাবাহিকের চরিত্ররা। মঞ্চে এদিন হাজির ছিলেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury), তৃণা সাহা (Trina Saha), কৌশিক রায় (Kaushik Roy), ইন্দ্রাশীষ রায় (Indrasish Roy) ও অন্যান্যরা। এখনও প্রকাশ্যে আসেনি এই শো-এর টেলিকাস্টের দিন।

এই চ্যানেলেরই ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেন সব্যসাচী। ফের আধ্যাত্মিক ঘরানার ধারাবাহিকে সব্যসাচীকে দেখতে মুখিয়ে দর্শক। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে সাধক রামপ্রসাদ-এর প্রোমো। প্রোমোর শুরুতেই দেখা যায় রামপ্রসাদের বাসর রাতে তাঁকে গান গাইতে অনুরোধ করছেন কনের বাড়ির লোকজন। রামপ্রসাদ মা কালীর গান ধরতেই হাসি-ঠাট্টা শুরু। বাসর রাতেও মায়ের গান শুনে সকলেই হাসতে শুরু করে। রামপ্রসাদ রাগ করে বাসর ছেড়ে উঠে যেতেই তাঁর সঙ্গে মায়ের দেখা। মা কালীর নির্দেশেই ফের তিনি ধরেন মায়ের গান। ‘ডুব’ দেন মায়ের গানে, মায়ের আরাধনায়। সংসার করতেও মা কালীর আরাধনা প্রয়োজন, সেই বার্তাই জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেবে এই ধারাবাহিক।

(Feed Source: abplive.com)