বাতিল নয়, শুধুই স্থগিত সিভিক স্যরের সিদ্ধান্ত ! চাকরিচ্যুত সুবীরেশের ‘আত্মীয়’

বাতিল নয়, শুধুই স্থগিত সিভিক স্যরের সিদ্ধান্ত ! চাকরিচ্যুত সুবীরেশের ‘আত্মীয়’

প্রাথমিক স্কুলে (Primary School) এবার স্যর সিভিক! বাঁকুড়া পুলিশের সিদ্ধান্ত ঘিরে তোলপাড়। বিতর্কের মুখে বিজ্ঞপ্তি বাতিল না করে শুধু স্থগিত সরকারের। অঙ্কুর প্রকল্পে শিক্ষকের ভূমিকায় সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer), শিক্ষায় সর্বনাশ দেখছে বিরোধী থেকে শিক্ষাবিদরা।

নিয়োগে বেলাগাম দুর্নীতি (Recruitment Scam), চাকরিচ্যুতদের তালিকায় এবার জেলবন্দি এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের ২ আত্মীয়! গ্রুপ সির তালিকায় একজনের ৪৯৮ নম্বরে নাম।

৫ মিনিটের জন্য কোর্টে কিছু বলতে চান জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) । সিবিআইয়ের গ্রুপ সির সাপ্লিমেন্টারি চার্জশিটে সুবীরেশের নাম। ২৩ মার্চ পর্যন্ত ৭ অভিযুক্তের জেল হেফাজত।

নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় কাঠগড়ায় সিবিআই (CBI)। তদন্তকারী অফিসারকে ধমক আদালতের। তদন্ত করতে জানেন না? প্রশ্ন ক্ষুব্ধ বিচারকের।

কলকাতা থেকে দিল্লি-নিয়োগে দুর্নীতির প্রতিবাদে পথে বিজেপি (BJP)। নিজেরাই তো দুর্নীতিগ্রস্ত, পাল্টা কটাক্ষ তৃণমূলের (TMC)।

কয়লা থেকে নিয়োগ দুর্নীতি, কেন বারবার সিবিআই তলব? এবিপি আনন্দে মুখ খুললেন গোপাল-তাপস বর্ণিত কালীঘাটের কাকু।

দিল্লি যাত্রার আগে শক্তিগড়ে কেষ্টর সঙ্গে ব্রেকফাস্ট। ইডির নজরে টিএমসিপি নেতা কৃপাময়, সুকন্যার গাড়ির চালক। অ্যাকাউন্টের নথি নিয়ে দিল্লিতে তলব।

কীভাবে কোটিপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) ? কীভাবে কালো টাকা সাদা? উৎসের খোঁজে অ্যাকাউন্টের নথি নিয়ে সুকন্যার সঙ্গে রাঁধুনিকেও তলব। দিল্লিতে হাজিরার নির্দেশ।

গরুপাচার মামলায় ইডির নজরে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক। আগামী সপ্তাহে দিল্লিতে হাজিরার নির্দেশ। নোটিস পাইনি, অসুস্থতার জন্য যাওয়া সম্ভব নয়, দাবি জাকিরের।

বকেয়া ডিএ-র দাবিতে ৪৯দিনে আন্দোলন, ভাঙড়ের তৃণমূল নেতার হুমকি। কাইজারের আহমেদের হুঁশিয়ারি, ভোট দিয়ে ব্যালটে ডিসটার্ব, আবার এখানে এসে ডিসটার্ব করবে। ওদের ডিসটার্বগিরি ছাড়িয়ে দিতে হবে।

ডিএ-মন্তব্যে মমতার (Chief Minister Mamata Banerjee) বিরুদ্ধে অবমাননার অভিযোগ, বিকাশের হলফনামা গ্রহণ করল হাইকোর্ট (Calcutta High Court)। স্বতঃপ্রণোদিত মামলা কিনা, শীঘ্রই জানাবে ডিভিশন বেঞ্চ।

আলিপুর জেলের জমি নিয়েও দুর্নীতির অভিযোগ। ৮০০ কোটি রাজস্ব ক্ষতি করে কেন জমি বিক্রি? প্রশ্ন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। কাঁথির শ্মশান, ত্রিপল দুর্নীতি নিয়ে পাল্টা কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ। ১০০দিনের কাজে নজরদারিতে কাল ফের রাজ্যে আসছে গ্রামোন্নয়নমন্ত্রকের দল। যাওয়ার কথা মুর্শিদাবাদে।

ঘূর্নাবর্তের জেরে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি দক্ষিণবঙ্গেও (South Bengal Weather)। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনায় ঝোড়ো হাওয়া। আগামী কয়েকদিন দুর্যোগের আশঙ্কা বঙ্গজুড়ে।

(Feed Source: abplive.com)