‘নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি,’ ODI সিরিজ জিতেও আক্ষেপ স্টিভ স্মিথের

‘নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি,’ ODI সিরিজ জিতেও আক্ষেপ স্টিভ স্মিথের

 

ওডিআই সিরিজ জেতা হল না ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতলেও ওডিআই সিরিজ হাতছাড়া করতে হল রোহিত শর্মাদের। অন্যদিকে অজিরা একটি সিরিজ জিতে নিজেদের দেশে ফেরার টিকিট কাটল। টেস্ট সিরিজ হাতছাড়া করতে হয় অজিদের। ফলে হাতে ছিল শুধু মাত্র ওডিআই সিরিজ। আর তা নিজেদের পকেটে তুলে নিলেন স্টিভ স্মিথ, অ্যাডাম জাম্পারা। ওডিআই বিশ্বকাপের আগে এই সিরিজ জয়ে অনেকটাই আত্মবিশ্বাস বাড়ল অজিদের।

চেন্নাইয়ে ২১ রানে জিতল অজিরা। প্রথমে ব্যাট করতে নেমে ২৬৯ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৪৮ রানে অলআউট হয়ে যায় ভারত। আর সেই সঙ্গে সঙ্গে ওডিআই সিরিজ নিজেদের দখলে নিয়ে নিল স্টিভ স্মিথের দল। এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন অ্যাডাম জাম্পা। চার উইকেট নেন তিনি। তাঁর এই বোলিংয়েই কার্যত ল্যাজে গোবরে হয়ে যায় ভারতের ব্যাটিং লাইনআপ।

একই সঙ্গে এই সিরিজ হাতছাড়া হওয়ায় ওডিআই বিশ্বকাপের আগে বড়সড় ধাক্কা খেল রাহুল দ্রাবিড়ের দল। চলতি বছরের শেষের দিকে ভারতের মাটিতে বসবে ওডিআই বিশ্বকাপের আসর। তার আগে এই সিরিজ ছিল ভারেত কাছে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সেই সিরিজ হারতে হল। কিন্তু অজিদের কাছে বিশ্বকাপে প্রস্তুতি হিসাবে এই সিরিজ জয় অনেকটা অক্সিজেন দিল বলা চলে।

একটা সময় চোট আঘাতে জর্জরিত অজি দল প্রথম একাদশ ঠিক করা নিয়ে বিপাকে পড়তে হয়। আর সেই দলই ভারতের হারিয়ে ওডিআই সিরিজ নিল। প্যাট কামিন্স সিরিজের মাঝপথেই দেশে ফিরে যাওয়ায় অধিনায়কত্বের দায়িত্ব সামলান স্মিথ। তাঁর নেতৃত্বেই সিরিজ নিল অজিরা। ম্যাচ শেষে অজি অধিনায়ক জানান, ‘এই সফরটি দুর্দান্ত ছিল আমাদের জন্য। তবে আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি। তবে সিরিজ জয়ের জন্য যা খেলেছি তা ঠিক আছে। তবে এই উইকেটটা একেবারেই আলাদা ছিল। আমরা হাতে বেশ কিছু ব্যাটার রেখেছিলাম। স্পিনাররা সুন্দর বোলিং করেছে, সত্যিই ভালো পারফরম্যান্স করেছে। যেভাবে আমরা এই মাঠে ২৬৯ রান তুলেছি তা সত্যি প্রশংসনীয়। ম্যাচ জেতার জন্য এটা ভালো স্কোর।’

(Feed Source: hindustantimes.com)