মাত্র ৮ দিনের জন্য ওটিটিতে দেখার সুযোগ অস্কারের লড়াইয়ে থাকা বাংলার ছেলের তথ্যচিত্র

মাত্র ৮ দিনের জন্য ওটিটিতে দেখার সুযোগ অস্কারের লড়াইয়ে থাকা বাংলার ছেলের তথ্যচিত্র

কলকাতা: অস্কারের মঞ্চে দেশের জন্য জোড়া জয় এলেও খালি হাতে ফিরতে হয়েছিল বাংলার চিত্রপরিচালক নির্মাতাকে। শৌনক সেন (Shounak Sen)। তাঁর দেড় ঘণ্টার মিনিটের তথ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস’ (All That Breathes) ইতিমধ্যেই কান থেকে শুরু করে একাধিক মঞ্চে সম্মানিত হয়েছে। আর এবার, খুব অল্প সময়ের জন্য শৌনকের সেই তথ্যচিত্র মানুষকে দেখার সুযোগ করে দিচ্ছে এই ওটিটি প্ল্যাটফর্ম।

শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ দিল্লির দুই ভাইয়ের গল্প। মহম্মদ সৌদ (Mohammad Saud) ও নাদিম শেগজাদ (Nadeem Shehzad)। অসুস্থ বা আঘাত পাওয়া যে কোনও পাখি, মূলত চিলদের উদ্ধার করে তাদের চিকিৎসা করে সুস্থ করে তোলার জন্য তাঁরা কার্যত তাঁদের জীবন উৎসর্গ করে দিয়েছেন। মানুষের সঙ্গে প্রকৃতির এক অদ্ভূত সম্পর্ক তুলে ধরে হয়েছে দেড় ঘণ্টার চেয়ে সামান্য বেশি সময়ের এই তথ্যচিত্রে।

গতকাল, অর্থাৎ ২২ মার্চ থেকে এই তথ্যচিত্রটি দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar)-এ। তবে এই সুযোগ বেশ সামান্য সময়ের জন্য। বাজেট বা বিভিন্ন অন্যান্য কারণে, এই মাসের শেষেই এইচবিও (HBO) -র সঙ্গে সমস্ত চুক্তি শেষ করছে ডিজনি প্লাস হটস্টার। এর ফলে ১ এপ্রিল থেকে এইচবিও-র কোনও কনটেন্ট আর দেখা যাবে ন

ডিজনি প্লাস হটস্টারে। ঠিক এই কারণে, অন্যান্য কনটেন্টের মতোই ৩১ মার্চ মধ্যরাতেই ডিজনি প্লাস হটস্টার থেকে সরিয়ে নেওয়া হবে শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’। আর তাই, দেখার সুযোগ রয়েছে আর মাত্র ৮ দিন।

দেড় ঘণ্টার এই তথ্যচিত্রে রয়েছে প্রচুর সাক্ষাৎকার ও এই দুই ভাইয়ের কাজের নজির। হিন্দি ও ইংরাজিতে দেখা যাবে এই তথ্যচিত্র। এই তথ্যচিত্রের ভাবনা, কেমন মানুষ নয়, যারা শ্বাস নেয়, তারা সবাই সমান গুরুত্বপূর্ণ। ছোট্ট টিজারেও বলা হয়েছে সেই কথা। এই কাজটির নির্মাতা শৌনক দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ( Jawaharlal Neheru University) প্রাক্তন ছাত্র। তাঁর বানানো এই ছবি সেরা তথ্যচিত্র হিসেবে কান (2022 Cannes)-এ গোল্ডেন আই অ্যাওয়ার্ড (Golden Eye award) সম্মানে ভূষিত হয়। শৌনকের ঝুলিতে রয়েছে সানডান্স ফিল্ম ফেস্টিভ্যালের (Sundance Film Festival) ওয়ার্ল্ড সিনেমা গ্র্যান্ড জুড়ি প্রাইজ: তথ্যচিত্র (World Cinema Grand Jury Prize: Documentary)-র সম্মানও। এই তথ্যচিত্রটি বানাতে সময় লেগেছিল ৩ বছর।

(Feed Source: abplive.com)