খারিজ পার্থর জামিনের আবেদন, শান্তিপ্রসাদকে সিবিআই হেফাজতে পাঠাল আদালত

খারিজ পার্থর জামিনের আবেদন, শান্তিপ্রসাদকে সিবিআই হেফাজতে পাঠাল আদালত

আদালতে ফের খারিজ হল পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন। ফের ৭ দিনের জন্য তাঁকে জেল হেফাজতে পাঠাল আলিপুর জজেস কোর্ট। বৃহস্পতিবারের শুনানিতে পার্থর আবেদন মেনে তাঁকে বলতে দেন বিচারক। জামিনের জন্য কাতর আবেদন জানান পার্থ। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি।

এদিন পার্থ, সুবীরেশ ও চন্দন মণ্ডলকে ৩০ মার্চ পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। কুন্তল ঘোষ, নীলাদ্রি ও তাপস মণ্ডলকে ৬ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। ওদিকে শান্তিপ্রসাদ সিনহাকে ২৭ মার্চ পর্যন্ত সিবিআই হেফাতজে পাঠানোর নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার আদালতে পার্থর জামিনের আবেদনের শুনানি ছিল। আগে থেকেই আদালতে কিছু কথা বলার জন্য ৫ মিনিট সময় চেয়ে নিয়েছিলেন পার্থ। এদিন তিনি আদালতে ৯ মিনিট বলার সুযোগ পান। আদালতে পার্থ চট্টোপাধ্যায় বলেন, তদন্তের অগ্রগতির ব্যাপারে অন্ধকারে আছি। জীবদ্দশায় এই মামলার রায় দেখে যেতে পারব বলে মনে হচ্ছে না। ৮ মাস আমাকে জেলে আটকে রাখা হয়েছে। আমি কেন্দ্রীয় সরকারি সংস্থায় কাজ করেছি। ভালো পরিবারের ছেলে আমি পালিয়ে যাব না।

বিচারককে পার্থ প্রশ্ন করেন, মন্ত্রী হওয়া কি কোনও অপরাধ। নিয়োগের অধিকার আমার হাতে ছিল না। নিয়োগ করেছে বোর্ড।

(Feed Source: hindustantimes.com)