Bollywood: অমিতাভ-শাহরুখ-অজয়-রণবীরের বিরুদ্ধে মামলা, তারকাদের বিরুদ্ধে কী অভিযোগ?

Bollywood: অমিতাভ-শাহরুখ-অজয়-রণবীরের বিরুদ্ধে মামলা, তারকাদের বিরুদ্ধে কী অভিযোগ?

নিজস্ব প্রতিবেদন: অমিতাভ বচ্চন(Amitabh Bachchan), শাহরুখ খান(Shah Rukh Khan), অজয় দেবগণ(Ajay Devgn) এবং রণবীর সিংহ(Ranveer Singh), বলিউডের তিন প্রজন্মের চার সুপারস্টারের বিরুদ্ধে একই সঙ্গে মামলা(Case) দায়ের হয়েছে বিহারের হাইকোর্টে। কী তাঁদের অপরাধ যার জেরে একই সঙ্গে আইনি বিপাকে পড়তে হল চার অভিনেতাকে।

সম্প্রতি বিহার হাই কোর্টে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলায় বলা হয়েছে, গুটখা এবং তামাকের প্রচার চালাচ্ছেন অমিতাভ, শাহরুখ, অজয় ও রণবীর। চার তারকাই বিভিন্ন পানমশলার বিজ্ঞাপনে যুক্ত ছিলেন। তাঁদের দেখে যুব সমাজ উদ্বুদ্ধ হয়ে থাকে বলেই এই অভিযোগ। বেশ অনেক বছর ধরেই এক পানমশলা প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর অজয় দেবগণ। সম্প্রতি সেই ব্র্যান্ডের আরেক মুখ হয়েছেন শাহরুখও। বিগ বি নিজেও এক পানমশলা ব্র্যান্ডের বিজ্ঞাপনী-মুখ হিসেবে চুক্তি সই করেন। তা নিয়ে শোরগোল শুরু হওয়ার পরেই সংস্থা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। কিন্তু তারপরও সেই বিজ্ঞাপন সম্প্রচারিত হওয়ায় ঐ সংস্থার সঙ্গে আইনি লড়াই লড়ছেন অমিতাভ। একই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন রণবীরও।

আদালতে এই মামলাটি দায়ের করেছেন সমাজকর্মী তমান্না হাশমি। তাঁর অভিযোগ, তারকাদের করা এই বিজ্ঞাপন সাধারণ মানুষকে এই ক্ষতিকর পণ্যগুলির দিকে আরও আকৃষ্ট করছে। এ ক্ষেত্রে তারকারা তাঁদের জনপ্রিয়তার অপব্যবহার করছেন। অভিযোগে রণবীরের নাম আলাদা করে উল্লেখ করেছেন ওই সমাজকর্মী। তিনি চান এই চার সেলিব্রিটির বিরুদ্ধে এফআইআর করুক পুলিস। কিছু দিন আগেই জনরোষের মুখে পড়ে ক্ষমা চেয়ে এক পানমশলা ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়ে নেন বলিউডের আর এক অভিনেতা অক্ষয় কুমার।

(Source: zeenews.com