কলকাতা: আইপিএলের বোধন আর ঠিক এক সপ্তাহ বাকি। টুর্নামেন্টের দ্বিতীয় দিনই মাঠে নেমে পড়ছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। আর তার আগে কি না চোট সমস্যায় জেরবার নাইটরা!
চোটের জন্য অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) গোটা আইপিএলই ঘোরতর প্রশ্নের মুখে। নতুন অধিনায়কের খোঁজও শুরু করে দিয়েছে কেকেআর শিবির। আর তার মাঝেই ফের এক গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোটের খবর পৌঁছে গেল নাইট শিবিরে।
হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন লকি ফার্গুসন (Lockie Ferguson)। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলছে নিউজিল্যান্ড। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ ছিল বৃহস্পতিবার। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের শুধু প্রথম ম্যাচেই খেলার কথা ছিল ফার্গুসনের। তারপরই তাঁর ভারতের উদ্দেশে রওনা হয়ে যাওয়ার কথা। কিন্তু বৃহস্পতিবার অকল্যান্ডে ইডেন পার্কে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে খেললেন না ফার্গুসন।
কেন? নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে ফার্গুসনের। তাই তিনি এই ম্যাচে খেলেনকারণনি। জানা গিয়েছে, নিজেদের দেশে একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে গিয়ে চোটটি পান তিনি। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচের আগে তাঁর ফিটনেস পরীক্ষা হয়। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হন তিনি। তাই প্রথম ম
যাচে খেলানো হয়নি তাঁকে।
আইপিএলে কি শুরু থেকে খেলবেন ফার্গুসন?
নাইট শিবিরে এদিন বিকেলের পর থেকে এই প্রশ্নই সবচেয়ে বেশি ঘুরপাক খেল। কেকেআরের হয়েও আগেও খেলেছেন ফার্গুসন। গত আইপিএলে তিনি ছিলেন গুজরাত টাইটান্স শিবিরে। গুজরাতের হয়ে ১৪ ম্যাচ খেলে ১২ উইকেট নেন। তাঁর বলের গতি সামলাতে সমস্যায় পড়েছিলেন বিপক্ষের ব্যাটাররা। গুজরাতকে আইপিএল চ্যাম্পিয়ন করার নেপথ্যেও অন্যতম বড় ভূমিকা ছিল তাঁর। ফার্গুসনকে এবার দলে ফিরিয়েছে কেকেআর। টিম সাউদি ও ফার্গুসন – দুই কিউয়ি পেসারকে দিয়েই জোরে বোলিং বিভাগ সাজানোর ছক রয়েছে কেকেআর শিবিরে।
সূত্রের খবর, অন্তত প্রথম কয়েকটি ম্যাচে ঘোরতর অনিশ্চিত হয়ে পড়েছেন ফার্গুসন। সবচেয়ে বেশি দুশ্চিন্তার জায়গা, ফার্গুসন জোরে বোলার। ঘণ্টায় প্রায় দেড়শো কিলোমিটার গতিতে বল করেন। পেসারদের ক্ষেত্রে হ্যামস্ট্রিংয়ের চোট কাঁটা হয়ে দেখা দিতে পারে। কারণ, বল করার সময় হ্যামস্ট্রিংয়ের ওপর বেশ চাপ পড়ে। তাই সম্পূর্ণ সেরে না উঠলে ফার্গুসনের মাঠে নামা বড় অন্তরায়। লম্বা টুর্নামেন্টের কথা ভেবে শুরুতে দলের সবচেয়ে জোরে গতিসম্পন্ন বোলারকে নিয়ে ঝুঁকি না-ও নিতে পারে কেকেআর।
সব মিলিয়ে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই উদ্বেগের মেঘ কেকেআর শিবিরে।
(Feed Source: abplive.com)