বিরাট ধাক্কা পাঞ্জাবের, ছিটকেই গেলেন বেয়ারস্টো, পরিবর্ত হিসাবে কাকে নিল প্রীতি জিন্টার দল?

বিরাট ধাক্কা পাঞ্জাবের, ছিটকেই গেলেন বেয়ারস্টো, পরিবর্ত হিসাবে কাকে নিল প্রীতি জিন্টার দল?

চণ্ডীগড়: আইপিএল (IPL) শুরুর মুখে জোরাল ধাক্কা খেল পাঞ্জাব কিংস। গত অগাস্টে পাওয়া চোট পুরোপুরি না সারায় ছিটকেই গেলেন জনি বেয়ারস্টো (Jonny Barstow)। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়ার আনক্যাপড ক্রিকেটার ম্যাথু শর্টকে দলে নিল পাঞ্জাব কিংস।

বেয়ারস্টোকে পাওয়া নিয়ে আগেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শোনা গিয়েছিল, ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড তাঁকে নাও ছাড়তে পারে। পাঞ্জাব কিংস ভারতীয় ক্রিকেট বোর্ডের মাধ্যমে বেয়ারস্টোর ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করেছিল। ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের কাছে জানতে চাওয়া হয়েছিল, বেয়ারস্টো আদৌ আইপিএল খেলতে পারবেন কি না। এই সপ্তাহেই ইয়র্কশায়ারের নেটে ব্যাটিং শুরু করেছেন বেয়ারস্টো। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুয়ের ম্যাচ খেলতে পারেন বেয়ারস্টো। তারপরই তাঁকে পাওয়ার ব্যাপারে আশার আলো দেখতে শুরু করেছিল পাঞ্জাব কিংস।

কিন্তু টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচের ৭ দিন আগে প্রীতি জিন্টার দলের জন্য খারাপ খবর এল। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এদিনই পাঞ্জাব কিংসকে জানিয়ে দেওয়া হল যে, বেয়ারস্টোকে পাওয়া যাবে না। তাঁর পরিবর্ত খোঁজার কথাও বলা হয় পাঞ্জাবকে।

তারপরই অস্ট্রেলিয়ার ম্যাথু শর্টকে দলে নিয়েছে পাঞ্জাব। আইপিএলের গভর্নিং কাউন্সিল বেয়ারস্টোর পরিবর্ত হিসাবে শর্টের অন্তর্ভুক্তিকে স্বীকৃতি দিয়েছে।

ম্যাড-মযাক্সকে নিয়ে উদ্বেগ

গত বছরের শেষের দিকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এক বন্ধুর পার্টিতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। অজি তারকার বাঁ-পায়ের ফিবুলা ভেঙে যায়। সেই চোট থেকে এখনও সম্পূর্ণ ফিট হতে পারেননি বলেই জানালেন ম্যাক্সওয়েল। আধাফিট অবস্থাতেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরর হয়ে আইপিএলের ১৬তম সংস্করণে (IPL 2023) মাঠে নামতে চলেছেন তারকা অলরাউন্ডার।

ফিবুলা ভেঙে ফেলার পর গ্লেন ম্যাক্সওয়েলকে দীর্ঘদিন মাঠের বাইরেই থাকতে হয়েছিল। অস্ত্রোপ্রচারও করাতে হয় তাঁকে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর সদ্যই ভারত-অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছেন ম্যাক্সওয়েল। আসন্ন আইপিএলেও তাঁকে আরসিবির হয়ে খেলতে দেখা যাবে। আরসিবির বড় ভরসা অজি অলরাউন্ডার। তবে টুর্নামেন্টের শুরুর আগে ম্যাক্সওয়েল নিজেই দাবি করেন তিনি এখনও ১০০ শতাংশ ফিট নন।

আরসিবির সোশ্যাল মিডিয়ায় আপলোড করা একটি ভিডিওতে ম্যাক্সওয়েল বলেন, ‘আমার পা আপাতত ঠিক আছে। তবে ১০০ শতাংশ ফিট হতে এখনও বেশ কয়েক মাস সময় লাগবে। ফিটনেস ১০০ শতাংশ না হলেও, আশা করছি টুর্নামেন্টটা খেলতে অন্তত অসুবিধা হবে না।’ প্রসঙ্গত, করোনা আবহ কাটিয়ে এ মরসুমেই আবারও হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে আইপিএলের ম্যাচগুলি আয়োজিত হতে চলেছে।

(Feed Source: abplive.com)