ছবি এঁকেই আয় হচ্ছে লক্ষ টাকা! বিশেষ এই ছবির এত কদর কেন? জেনে নিন

ছবি এঁকেই আয় হচ্ছে লক্ষ টাকা! বিশেষ এই ছবির এত কদর কেন? জেনে নিন

ছবি আঁকতে ভালবাসেন? জানেন কি ছবি এঁকেই রোজগার করা যায় লক্ষ লক্ষ টাকা! মিথিলা চিত্রকলা বা মিথিলা পেইন্টিংকে জীবিকা হিসেবে বেছে নিয়েই লক্ষ লক্ষ টাকা আয় করছেন বিহারের রামবাবু যাদব ও তাঁর সঙ্গীরা৷

ভারতের একটি প্রাচীন চিত্রকলা হল এই মিথিলা চিত্রকলা বা আজকের দিনে যার পরিচিত নাম মিথিলা পেইন্টিং৷ বিহারের মিথিলাঞ্চলে এই শিল্পকলার জন্ম৷ কখনও হাত দিয়ে আবার কখনও আধুনিক ব্রাশ, নিব-পেন, ম্যাচস্টিক প্রভৃতি ব্যবহার করে বিভিন্ন রঙে ফুটিয়ে তোলা হয় নানা ছবি৷ ছবি আঁকতে ব্যবহার করা হয় প্রাকৃতিক রং৷

কালের নিয়মে হারিয়ে যায় অনেক প্রাচীন শিল্প৷ ঠিক সেইভাবে একসময় প্রায় হারিয়ে যেতে বসেছিল মিথিলা পেইন্টিং৷ তবে তাকে আবার মূল স্রোতে ফিরিয়ে এনেছে প্রযুক্তি৷ সোশ্যাল মিডিয়ার দৌলতে ফের একবার জনপ্রিয়তা পেয়েছে এই সুন্দর চিত্রকলা৷ হারিয়ে এই শিল্পকে তাই এখন পেশা হিসেবেও বেছে নিচ্ছেন অনেকেই৷

ঠিক যেমন ভাবে এই পেইন্টিং থেকে ভালই আয় করছেন রামবাবু যাদব৷ তিনি জানালেন, প্রায় ১০ বছর ধরে তাঁরা এই কাজ করে আসছেন৷ বর্তমানে রামবাবুর প্রায় ৩০০০টি নকশার পেইন্টিং রয়েছে। প্রত্যেকেটির দাম আলাদা। সবচেয়ে কম দামের পেইন্টিং ১০০ টাকা এবং সবচেয়ে দামী পেইন্টিং ১ লক্ষ টাকা। শিল্পের মাধ্যমে তাঁর রাজ্যের গর্ব মিথিলা চিত্রকলাকে এগিয়ে নিয়ে যেতে পেরে খুশি রামবাবু৷

(Feed Source: news18.com)