চিরকুট ইস্যুতে রাতারাতি পালটি খেলেন ফিরহাদ হাকিম, ‘বাম আমলেই দুর্নীতির শুরু’

চিরকুট ইস্যুতে রাতারাতি পালটি খেলেন ফিরহাদ হাকিম, ‘বাম আমলেই দুর্নীতির শুরু’

বাম আমলে বাবা কিছুটা অনিয়ম করেও যোগ্যদের বঞ্চিত করে পার্টির লোকেদের চাকরি দিতেন বলে কার্যত ইঙ্গিত দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিকে উদয়নের সেই মন্তব্যের জেরে কার্যত পাগলের মতো বকছে বলে উল্লেখ করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর দাবি ছিল চিরকুটে আবার চাকরি হয়? একটা আবেদনপত্র তো করতে হবে? তবে রবিবার যে কথা বলেছিলেন সোমবারই তার থেকে কার্যত বদলে গেলেন ফিরহাদ হাকিম।

তবে কি দলের থেকে বকাঝকা খেয়েই ফের ঘুরে গেলেন তিনি? এদিকে খোদ নেত্রী অতিরিক্ত কথা না বলার জন্য় সম্প্রতি ফিরহাদ হাকিমকে সতর্ক করে দিয়েছিলেন। পুরসভার বাইরে কথা না বলার জন্যও সতর্ক করেছিলেন নেত্রী। তবে কি সেজন্য়ই একেবারে ঘুরে গেলেন ফিরহাদ হাকিম?

তিনি সোমবার জানিয়েছেন, চাকরি নিয়ম বহির্ভূতভাবেই হয়েছে। তা না হলে সব বাম নেতাদের পরিবারের লোকেরা কীভাবে চাকরি পেলেন? চিরকুট বা লিস্ট যাই হোক না কেন বাম আমলে নিয়ম বহির্ভূতভাবেই হয়েছে চাকরি। এ ব্য়াপারে আমরা নিশ্চিত।

একেবারে আচমকাই ঘুরে গেলেন তিনি। তবে এবার তিনি বলছেন চিরকুট কিংবা লিস্ট যাই হোক না কেন! এর সঙ্গেই তিনি জানিয়েছেন, সিপি এম আমলেই দুর্নীতির শুরু হয়েছে। তবে গ্রেফতার হয়েছে আমাদের আমলে। সারদা কর্তাকে আমাদের প্রশাসন গ্রেফতার করেছে। সারদা কাণ্ড সহ চিটফাণ্ড বাম আমলেই শুরু হয়েছিল।

তবে সম্প্রতি বাম আমলে চাকরির কোটা নিয়ে বোম ফাটিয়েছিলেন দিনহাটার বিধায়ক তথা প্রয়াত ফরওয়ার্ড ব্লকের নেতা কমল গুহের পুত্র উদয়ন গুহ। তিনি জানিয়েছিলেন, আমি আবারও বলছি বাম আমলে কোটা সিস্টেম ছিল। সেই সিস্টেমে বাম আমলে চাকরি হয়েছে। ফরোয়ার্ড ব্লক তার ভাগ পেয়েছে। কোচবিহারের জেলা সম্পাদক হিসাবে বাবাকেও সেই লিস্ট এনডোর্স করতে হয়েছে। এরপর আমি যখন জেলা সম্পাদক ছিলাম তখন আমাকেও এনডোর্স করতে হয়েছে। জেনেবুঝে করেছি। ভালো প্রার্থী থাকা সত্ত্বেও দলের স্বার্থে এটা করতে হয়েছে। তাদের চাকরি দিতে হয়েছে। আবারও বলছি সুযোগ পেলে দলের ছেলেদের চাকরি এখনও আমরা দিই। আমি মন্ত্রী হিসাবে দলের তিনজনকে অ্য়াটেনডেন্ট হিসাবে নিয়োগ করেছি। তবে তার সঙ্গেই তিনি বলেছেন কোনও আর্থিক লেনদেনের সঙ্গে তিনি বা তাঁর বাবা যুক্ত ছিলেন না।

আর তাঁর এই কথা শুনেই পাগলের কথা বলে বিঁধেছিলেন ববি হাকিম। কিন্তু আবার সেটা থেকে ঘুরেও গেলেন রাতারাতি।

(Feed Source: hindustantimes.com)