বৃষ্টির জন্য ক্রিকেট ম্যাচ দেরিতে শুরু হওয়া অতি স্বাভাবিক বিষয়। মন্দ আলোয় খেলা দেরিতে শুরু হতেও দেখা যায় হামেশাই। কখনও কখনও ব্যতিক্রমী পরিস্থিতিতেও ক্রিকেট ম্যাচ নির্ধারিত সময়ের থেকে দেরিতে শুরু হয়েছে বেশ কয়েক দফায়।
ক্রিকেটারদের কিটস যথা সময়ে মাঠে এসে না পৌঁছনোয় ম্যাচ ঠিক সময়ে শুরু না হওয়ার নজির রয়েছে। এমনকি ম্যাচ শুরুর আগে কোনও ক্রিকেটারের করোনা রিপোর্ট পজিটিভ আসায় খেলা বিলম্বিত হতেও দেখা গিয়েছে সাম্প্রতিক অতীতে। ফ্লাডলাইট বিকল হওয়ায় ম্যাচ ঠিক সময়ে শুরু না হওয়ার ঘটনাও ঘটে হামেশাই। তবে সোমবার চিপকে যে কারণে আইপিএলের ম্যাচ দেরিতে শুরু হয়, তা নিয়ে রীতিমতো হাসির রোল স্টেডিয়ামে।
নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়। টস জিতে চেন্নাইকে শুরুতে ব্যাট করতে পাঠায় লখনউ। সময় মতো দুই আম্পায়ার মাঠে নেমে পড়েন। দু’দলের ক্রিকেটাররাও প্রস্তুত ছিলেন। ব্যাটসম্যানরা ছিলেন নিজেদের প্রান্তে। বোলার রান-আপে বল নিয়ে তৈরি। বিপত্তি দেখা দেয় তখনই।
আসলে একটি কুকুর মাঠে ঢুকে পড়ায় খেলা শুরু করা যায়নি। স্বেচ্ছাসেবক ও নিরাপত্তারক্ষীরা মাঠে ঢুকে কুকুরটিকে বাইরে বার করার চেষ্টা করেন। আসরে নামেন আম্পায়াররাও। তবে ভয় পেয়েই কুকুরটি এদিক-ওদিক দৌড়তে শুরু করে। বেরোনোর রাস্তা খুঁজে না পাওয়াতেই বেশ কিছুক্ষণ মাঠে দৌড়াদৌড়ি করে সারমেয়টি।
শেষমেশ কুকুরটি বেরিয়ে যাওয়ার পরে শুরু হয় খেলা। ততক্ষণে পাক্কা ৫ মিনিট দেরি হয়ে গিয়েছে। ৭টা ৩০ মিনিটের ম্যাচ শুরু হয় ৭টা ৩৫ মিনিটে।
চিপকে ম্যাচের মাঝে মাঠে কুকুর ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন ঘটনা আগেও দেখা গিয়েছে। তাতে ম্যাচের গতি বাধা পেতেও দেখা গিয়েছে। তবে আগে কখনও এমন কারণে ম্যাচ দেরিতে শুরু হয়েছে কিনা সন্দেহ।
(Feed Source: hindustantimes.com)