‘ক্যাপ্টেন কুল’ কেন মাঠে মেজাজ হারিয়ে হয়ে গেলেন ‘ক্যাপ্টেন হট’?
চেন্নাই: মাঠে কঠিন পরিস্থিতিতে মাথা বরফের মতো ঠান্ডা রাখতে পারেন বলে তাঁকে ক্রিকেট বিশ্ব ক্যাপ্টেন কুল বলে কুর্নিশ করে। সেই মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) আচমকা মেজাজ হারালেন। তিরস্কার করলেন সতীর্থকে। কেন? গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তখন রুদ্ধশ্বাস কোয়ালিফায়ার ওয়ান চলছে চেন্নাই সুপার কিংসের। বল করছিলেন তুষার দেশপাণ্ডে। ব্যাটার রশিদ খান ও বিজয় শঙ্কর।। অফসাইডে ফাঁদ পেতেছিলেন ধোনি। বোলারকে নির্দেশ দেওয়াই ছিল যে, অফস্টাম্পের বাইরে বল করতে হবে। কিন্তু তুষার একটি বল করেন মিডল ও লেগস্টাম্পে। তাতেই মেজাজ হারান ধোনি।…