চেন্নাই: চেন্নাই সুপার কিংস যখন প্রথমে ব্যাট করে ২১৭ রান তুলেছিল, তখনই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল এই ম্যাচটা মিরাকেল না হলে তারাই জিততে চলেছে। দ্বিতীয় ইনিংসে এত বড় রান তাড়া করে জয় সহজ কথা নয়। তবে দুর্দান্ত শুরু করেছিল লখনউ। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার কাইল মায়ার্স। প্রথম ম্যাচের মতোই দুরন্ত ব্যাটিং করলেন এই বাঁহাতি।
২২ বলে খেললেন ৫৩ রানের ইনিংস। অন্যদিকে অধিনায়ক রাহুল টাইম করতে পারছিলেন না। ৭৯ রানের পার্টনারশিপ লখনউয়ের স্বপ্নটা বাঁচিয়ে রেখেছিল। কিন্তু বল হাতে মইন আলি আসতেই চিত্রনাট্য বদলে গেল। মায়ারস, রাহুল (২০), ক্রুনাল (৯) একে একে তিন জনকে ফিরিয়ে দিলেন মইন। ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৪ উইকেট নিলেন ইংলিশ অলরাউন্ডার।
দীপক হুদাকে ফেরালেন স্যান্টনার। বাদোনি এবং পুরান মিলে একটা চেষ্টা করবেন জানা ছিল। কিন্তু কাজটা ক্রমশ দুঃসাধ্য হয়ে উঠছিল সুপার জায়ান্ট দলের পক্ষে। ধোনির বুদ্ধিদীপ্ত ফিল্ডিং সাজানো লখনউয়ের কাজটা আরও কঠিন করে দিল। পুরাণ ৩২ করে ফিরলেন। এরপর আর এক বিন্দু আশা ছিল নালখনউয়ের। শুধু চেন্নাইয়ের জয় সময়ের অপেক্ষা ছিল এখান থেকে।
প্রথম ম্যাচে হার্দিক পান্ডিয়ার গুজরাতের কাছে হারতে হয়েছিল। আজ নিজেদের ঘরের মাঠ চিপকে তাই একটা রাজকীয় কামব্যাকের চেষ্টায় ছিল চেনাই সুপার কিংস। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল রাহুলের লখনউ সুপার জায়ান্ট। তিন বছর পর চিপকে খেলছে চেন্নাই, ধোনি নামছেন ঘরের মাঠে – হলুদ সুনামি ভিড় করবে সেটাই স্বাভাবিক।
Truly the #DenComingDay #CSKvLSG #WhistlePodu #Yellove
— Chennai Super Kings (@ChennaiIPL) April 3, 2023