ধোনি জানে,বোলারদের কখন ব্যবহার করতে হয়- প্রথম ম্যাচে বল না পাওয়া নিয়ে উত্তর মইনের

ধোনি জানে,বোলারদের কখন ব্যবহার করতে হয়- প্রথম ম্যাচে বল না পাওয়া নিয়ে উত্তর মইনের

চেন্নাই সুপার কিংস এবং ইংল্যান্ডের তারকা স্পিনার মইন আলি একেবারে তাঁর আইপিএল টিমর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রশংসায় পঞ্চমুখ। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের পর মইন আলি বলে দেন, অধিনায়ক ধোনি জানেন, কখন তাঁর খেলোয়াড়দের বল করাতে হবে।

মইন খান চেন্নাইয়ের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বোলিং করেননি। তবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তিনি বল করে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন। এবং বল হাতে দুরন্ত পারফরম্যান্স করে ম্যাচের সেরা নির্বাচিত হন। তারকা অফ-স্পিনারেপ বল হাতে দুরন্ত পারফরম্যান্সই সিএসকে হাই-স্কোরিং ম্যাচ ১২ জিততে সাহায্য করে। এই ম্যাচে দুই পক্ষই ২০০ রানের গণ্ডি টপকে গিয়েছিল।

প্রথমে ব্যাট করে চেন্নাই ২১৭ রান করে। ২১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করে লখনউও। ওপেনার কাইল মেয়ার্স আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন। এই ম্যাচেও তিনি মাত্র ২১ বলে অর্ধশতরান করেন। যখন দেখে মনে হচ্ছিল, চেন্নাইয়ের হাত থেকে খেলা বেরিয়ে যাচ্ছে, তখনই মোক্ষম চাল দেন ধোনি। বাঁ হাতি মেয়ার্সের বিরুদ্ধে ডান হাতি অফ স্পিনার মইন আলিকে বলে আনেন ধোনি।

৫৩ রানের মাথায় মেয়ার্সকে আউট করেন মইন। অধিনায়ক কেএল রাহুল ও ক্রুণাল পাণ্ডিয়ারও উইকেট নেন মইন। মইনের শিকার হন ভয়ঙ্কর হয়ে ওঠা মার্কাস স্টোইনিসও। ৪ উইকেট নিয়ে খেলার রাশ নিজেদের হাতে নেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। দীপক হুডাকে আউট করেন আর এক স্পিনার মিচেল স্যান্টনার। লখনউয়ের প্রথম ৫ উইকেটের সবগুলিই নেন স্পিনাররা।

ম্যাচের পর মইন বলেন, ‘এমএস জানে, ও কী করছে। এমএসের অধীনে বোলিং করার সবচেয়ে বড় ব্যাপার হল, ও ভালো করে জানে যে, কখন খেলোয়াড়দের বোলিং করতে হবে। আমি কিন্তু জাদেজার সঙ্গে সব সময় বোলিং করতে যাচ্ছি না। পার্টনারশিপই হোক বা ব্যক্তিগত পারফরম্যান্স, গেম জেতাটাই আসল।’ শেষ পর্যন্ত অবশ্য ২০৫ রানে শেষ হয় লখনউয়ের ইনিংস। ১২ রানে জিতে যায় চেন্নাই সুপার কিংস।

চেন্নাই সুপার কিংস সোমবার চিপকে ম্য়াচে জিতলেও হতাশ করেছেন পেসাররা। প্রচুর ওয়াইড-নো করেছেন। সব মিলিয়ে তিনটি নো বল এবং ১৩টি ওয়াইড করেছেন তিনি। স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ হয়ে ওঠেন অধিনায়ক ধোনি। ম্যাচ শেষে বলেন, ‘ওয়াইড, নো বোলিং কমাতে হবে। আমরা প্রচুর অতিরিক্ত ডেলিভারি করছি। গত ম্যাচেও এমন হয়েছে। এই ভুল কমাতে হবে। না হলে কোনও একদিন ঘুম থেকে উঠে দেখবে, আমি দলের সঙ্গে নেই। নতুন কারও নেতৃত্বে খেলতে হবে।’

(Feed Source: hindustantimes.com)