হ্যারি পটারের জাদুর সফর ফিরছে ছোটপর্দায়, তৈরি হবে টিভি সিরিজ!

হ্যারি পটারের জাদুর সফর ফিরছে ছোটপর্দায়, তৈরি হবে টিভি সিরিজ!

নয়াদিল্লি: ফের ফিরছে জাদুর দুনিয়ায় হ্যারির (Harry Potter) সফর। তবে এবার বড়পর্দায় নয়, ছোটপর্দায় দেখা যাবে হ্যারি পটারকে। সিনেমা নয়, টিভি সিরিজ তৈরি হতে চলেছে তিন বন্ধুর গল্প নিয়ে। এমনই খবর সূত্রের।

ছোটপর্দায় ফিরছে হ্যারি-রন-হারমাইনি

সূত্রের খবর, হগওয়ার্টসের (Hogwarts) পৃথিবী ফিরবে টিভিতে। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি আইএনসি (Warner Bros. Discovery Inc.) এবার জে কে রাউলিংয়ের ( JK Rowling) সাতটা বইয়ের সিরিজের ওপর নির্ভর করে তৈরি করবে টিভি সিরিজ। হ্যারি পটারের ৭টি বইয়ের ওপরই ভিত্তি করে তৈরি হবে সিরিজটি, খবর এমনই।

আন্তর্জাতিক বিনোদন পত্রিকা ভ্যারাইটির মতে, ‘প্রতিটি সিজন ওই বইগুলির প্রত্যেকটি থেকে তৈরি হবে। একটি চলমান ফ্র্যাঞ্চাইজির পরামর্শ করা হয়েছে যা স্টুডিওর জন্য বছরের পর বছর ধরে তৈরি হবে। ডিল অনুযায়ী, সিরিজের ক্রিয়েটিভ ক্ষেত্রে যুক্ত থাকবেন স্বয়ং রাউলিং, যদিও তিনি প্রাথমিক ক্রিয়েট বা শো-রানার কোনওটাই নন।’

এইচবিও ম্যাক্স এবং এর তৎকালীন মূল সংস্থা ওয়ার্নার মিডিয়া কয়েক বছর আগে একটি সম্ভাব্য হ্যারি পটার টিভি সিরিজ তৈরির কথা ভাবতে শুরু করেছিল।

প্রসঙ্গত, ৭ খণ্ডের হ্যারি পটার উপন্যাসের থেকে ৮টি সিনেমা তৈরি করা হয়। যা ওয়ার্নার ব্রাদার্সের সৃষ্টি করা ব্লকবাস্টার সিরিজ ছিল। প্রথম ছবির নাম ছিল ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সর্সারার্স স্টোন’, যা ২০০১ সালে মুক্তি পায়। জে কে রাউলিংয়ের লেখা প্রথম বইটির নাম যদিও ছিল ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোজফার্স স্টোন’। সিনেমার খাতিরে বদলানো হয় নাম। অন্যদিকে এই ফ্র্যাঞ্চাইজির শেষ ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ পার্ট ২’ মুক্তি পায় ২০১১ সালে। এই ছবিটি বক্স অফিসে ৭.৭ বিলিয়ন ডলার আয় করেছিল।

২০১৬ সালে ‘হ্যারি পটার’-এর একটি প্রিক্যুয়েল সিদ্ধান্ত নেওয়া হয় যার প্রথম ছবি ছিল ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হয়্যার টু ফাইন্ড দেম’। কিন্তু বক্স অফিসে বিশেষ আসর জমাতে পারেনি এই সিরিজ। ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য সিক্রেটস অফ ডাম্বেলডোর’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর এই সিরিজ বন্ধ করে দেওয়া হয়।

তবে ‘হ্যারি পটার’ সিরিজের অনুরাগী বা ফ্যান ফলোয়িং এখনও অখণ্ড। প্রায় এক দশক ধরে চলা এই সিরিজ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। প্রসঙ্গত, আগামী ১৪ এপ্রিল ২০২৩ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সর্সারার্স স্টোন’ মুক্তির ২২ বছর পূর্ণ হবে। ছবিতে হ্যারি পটারের চরিত্রে দেখা যায় ড্যানিয়েল র‍্যাডক্লিফকে, রন উইজলির চরিত্রে রুপার্ট গ্রিন্ট ও হারমাইনি গ্রেঞ্জারের চরিত্রে এমা ওয়াটসনকে দেখা যায়।

(Feed Source: abplive.com)