নন-স্ট্রাইকার শিখরকে রান-আউটের শাসানি অশ্বিনের, পুরো কাঁচুমাচু হল বাটলারের মুখ!

নন-স্ট্রাইকার শিখরকে রান-আউটের শাসানি অশ্বিনের, পুরো কাঁচুমাচু হল বাটলারের মুখ!

ট্রেডমার্ক রবিচন্দ্রন অশ্বিনকে দেখা গেল অসমে। বল করতে আসার সময় নন-স্ট্রাইকার এন্ডে রান-আউট করা নিয়ে শিখর ধাওয়ানকে রীতিমতো শাসালেন অশ্বিন। তবে পঞ্জাব কিংসের অধিনায়ককে নন-স্ট্রাইকার এন্ডে রান-আউট করেননি রাজস্থান রয়্যালসের তারকা। রীতিমতো চোখ বড়-বড় করে হুঁশিয়ারিও দেন। সেই কাণ্ডের মধ্যেই জস বাটলারের দিকে ক্যামেরা তাক করা হয়। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

বুধবার গুয়াহাটিতে সপ্তম ওভারে সেই ঘটনা ঘটে। সপ্তম ওভারে অশ্বিনের হাতে বল তুলে দেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। চতুর্থ বলটা যখন করতে আসছিলেন অশ্বিন, তখন নন-স্ট্রাইকার এন্ডে ছিলেন শিখর। তবে বলটা করেননি। মাঝপথেই নিজের অ্যাকশন থামিয়ে শিখরকে রীতিমতো শাসিয়ে দেন অশ্বিন। আর নন-স্ট্রাইকার এন্ডে রান-আউট করে দেওয়ার যে প্রবণতা আছে অশ্বিনের, তাতে যে ব্যাটাররা সিঁটিয়ে থাকেন, তা শিখরকে দেখে বোঝা যায়। ভারতের তারকা স্পিনারের হাত থেকে বলটা বেরোচ্ছে না বুঝতে পেরেই তড়িঘড়ি ক্রিজে ফেরার চেষ্টা করেন শিখর।

তবে শিখরকে আউট করেননি অশ্বিন। স্রেফ সতর্ক করেই ছেড়ে দেন। আর ঠিক সেইসময়ই বাটলারের দিকে ক্যামেরা তাক করা হয়। যিনি অতীতে অশ্বিনের বিরুদ্ধে নন-স্ট্রাইকার এন্ড থেকে বেরিয়ে যাওয়ার ফল ভুগেছিলেন। ২০১৯ সালের আইপিএলের সেই ঘটনা হয়েছিল। সেইসময় রাজস্থানেই খেলতেন বাটলার। পঞ্জাব কিংসে খেলতেন অশ্বিন। বল করার আগেই বাটলার নন-স্ট্রাইকার এন্ডের ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ায় ‘মানকাডিং’ (সেইসময় মানকাডিং ছিল, এখন নন-স্ট্রাইকার এন্ডে রান-আউট বলা হয়) করেছিলেন।

সেই বিষয়টি নিয়ে আইপিএলের সরকারি ডিজিটাল স্ট্রিমিং পার্টনার জিয়ো সিনেমাও বাটলারকে ট্রোল করেছে। শিখর-অশ্বিন কাণ্ডের ভিডিয়ো পোস্ট করে জিয়ো সিনেমার তরফে লেখা হয়, ‘গব্বরকে (শিখর) সতর্ক করছেন অ্য়াশ (অশ্বিন) এবং জসের মাথায় ঘুরছে যে এই সিনেমাটা আমি আগেও দেখেছি – যত ঘটনা ঘটছে বরসাপাড়ায়।’

(Feed Source: zeenews.com)