মৃণাল সেনের ‘খারিজ’ এর ৪০ বছর পর আসছে কৌশিক গাঙ্গুলির ‘পালান’

মৃণাল সেনের ‘খারিজ’ এর ৪০ বছর পর আসছে কৌশিক গাঙ্গুলির ‘পালান’

 

রণবীর ভট্টাচার্য

সালটা ১৯৮২। মৃণাল সেনের খারিজ রিলিজ করল বড় পর্দায়। এক মধ্যবিত্ত বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করে ছোট্ট পালান। আঠারো হতে ঢের দেরি তার। সেই পালান হঠাৎই মরে গেল। কে আসল দোষী? একটি ছোট্ট জিজ্ঞাসা থেকেই এই সিনেমা যা জিতে নিয়েছিল একাধিক আন্তর্জাতিক পুরস্কার। সামনের বছর মৃণাল সেনের ১০০ বছর পূর্ণ হবে। সেই উপলক্ষ্যে কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বড় পর্দায় আসতে চলেছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘পালান’।

‘পালান’-এর প্রধান চরিত্ররা। 

‘খারিজ’ এর সময় থেকে ৪০ বছর পর নির্মিত এই সিনেমা। খারিজ এর চরিত্রগুলোরও ৪০ বছর বয়স বেড়েছে। এই পটভূমিকায় সিনেমাটি তৈরি। শুধু অঞ্জন দত্ত, মমতা শংকর, শ্রীলা মজুমদার নন, আছে দেবপ্রতিম দাশগুপ্ত, যিনি ‘খারিজ’-এর হরির ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়া গুরুত্বপূর্ন ভূমিকায় রয়েছেন যিশু সেনগুপ্ত, পাওলি দাম ও অন্যান্যরা। পালান এর চরিত্রদের লুক প্রকাশ করা হল। আশা করা যায়, খারিজ এর মত বিখ্যাত সিনেমার মর্যাদা রাখতে সক্ষম হবে কৌশিক গাঙ্গুলির ‘পালান’।

(Source: hindustantimes.com)