‘চিরকাল তোমাকে ভালোবেসেছি’, প্রিয়জনের মৃত্যু, কান্নায় ভেঙে পড়লেন দেবলীনা

‘চিরকাল তোমাকে ভালোবেসেছি’, প্রিয়জনের মৃত্যু, কান্নায় ভেঙে পড়লেন দেবলীনা

মন খারাপ করা খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন হিন্দি টেলিভিশনের ‘গোপী বহু’ দেবলীনা ভট্টাচার্য। প্রয়াত দেবলীনার ঠাকুমা। বয়স হয়েছিল ৯৪ বছর। ইনস্টাগ্রামে প্রিয় মানুষের মৃত্যু সংবাদ ভাগ করে নিয়ে অজস্র স্মৃতি ভাগ করে নিয়েছেন বাঙালি অভিনেত্রী।

এদিন ঠাকুমার গালে চুম্বনের একটি ছবি ভাগ নিয়ে মনের কথা উজার করে দেন দেবলীনা। লেখেন, ‘প্রিয় ঠাকুমা, আমি তোমাকে সবসময় ভালোবেসেছি। আর তুমি সেটা ভালোভাবেই জানো। তোমার হাতের তৈরি খাবার আমার সবেচেয় প্রিয়। লাড্ডু থেকে লাল সা। তোমার হাতের আচারের স্বাদ এখনও আমার মুখে লেগে, গ্রামে আমরা যে যে কাজ করতাম আজও স্পষ্ট মনে আছে আমার। তুমি এই মাটিকে ৯৪ বছর দিয়েছো, আমাদের যত্ন নিয়েছো, ভালোবেসেছো। তোমার আর্শীবাদেই আজ আমি এই জায়গায় পৌঁছেছি। আমি তোমাকে খুব মিস করব’।

দেবলীনার এই আবেগঘন পোস্ট দেখে তাঁকে সান্ত্বনা জানিয়েছেন ইন্ডাস্ট্রির বন্ধু ও অনুরাগীরা। দেবলীনার ঠাকুমার আত্মার শান্তি কামনা করেছেন। এই কঠিন সময়ে দেবলীনাকে তাঁর পরিবারের পাশে থাকতে হবে, সে কথা মনে করিয়ে দিয়েছেন ভক্তরা। ছোট থেকে ঠাকুমার খুব ঘনিষ্ঠ দেবলীনা। অসমের প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠেছেন অভিনেত্রী। পরবর্তীতে এক ডান্স রিয়ালিটি শো’তে যোগ দিতে মুম্বইতে যান। এরপর টেলিভিশনের দুনিয়ায় আত্মপ্রকাশ। ‘সাথ নিভানা সাথিয়া’-তে জিয়া মানিকের বদলি হিসাবে আসেন দেবলীনা। অচিরেই গোটা দেশের মন জিতে নিয়েছিলেন কোকিলাবেনের ‘গোপী বহু’। পরবর্তীতে বিগ বসের একাধিক সিজনে প্রতিযোগি হিসাবে দেখা মিলেছে দেবলীনার।

গত বছর জিম ট্রেনার শাহনওয়াজ শেখকে বিয়ে করেন দেবলীনা। ভিন ধর্মে বিয়ে করার জেরে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখেও পড়েছিলেন অভিনেত্রী। এখনও পান থেকে চুন খসলেই বিয়ে নিয়ে বিদ্রুপ শুনতে হয় তাঁকে। যদিও হেটার্সদের কড়া জবাব দিতে ভোলেন না অভিনেত্রী।

(Feed Source: hindustantimes.com)