বিয়ের পর প্রথম ইদ, বরের সঙ্গে ছবি দিলেন গোপী বহু দেবলীনা ভট্টাচার্য! হল ট্রোল
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সকল বন্ধু ও অনুরাগীদের ইদের শুভেচ্ছা জানিয়েছেন গোপী বহু দেবলীনা ভট্টাচার্য। ইদের দুটি সাজ শেয়ার করে নিয়েছেন এই বাঙালি কন্যা। সঙ্গে জানিয়েছেন বিগত কয়েক বছর ধরেই স্বামী শানওয়াজ শেখকে বন্ধু হিসেবে ইদ উদযাপনের প্রস্তুতিতে সাহায্য করে এসেছিলেন। তবে এবার স্ত্রী হিসেবে, পরিবারের একজন সদস্য হিসেবে ইদের উধযাপন তাঁর কাছে খুব স্পেশাল। ‘বিয়ের পর এটা আমাদের প্রথম ঈদ এবং এটা নিয়ে আমরা খুব উত্তেজিত। বিয়ের আগে যে উৎসব করতাম না তা নয়। আমি অনেক ইফতার পার্টিতে অংশ…