কেষ্ট-হীন বীরভূমে শুভেন্দুর বড় ছক, নতুন যুদ্ধ শুরু! BJP-র ‘বন্ধুত্ব’ বুঝবে ওরা?

কেষ্ট-হীন বীরভূমে শুভেন্দুর বড় ছক, নতুন যুদ্ধ শুরু! BJP-র ‘বন্ধুত্ব’ বুঝবে ওরা?

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, বীরভূম: ‘অনুব্রতহীন’ বীরভূমে এবার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের দিকে নজর বঙ্গ বিজেপির। রবিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসমাবেশ রয়েছে বীরভূমের মুরারইতে। বীরভূম জেলা বিজেপি সাংগঠনিক জেলার ডাকে রবিবাসরীয় বিকেলে সৌজন্য ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে মুরারইয়ের কেস্তারা ময়দানে। মূলত সংখ্যালঘু এলাকা হিসেবে পরিচিত এই এলাকায় অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে আজ অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত এলাকায় প্রথমবার বিজেপি সংখ্যালঘু সমাবেশ করছে।

সমাবেশের মূল বক্তা রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। ‘বিজেপি সংখ্যালঘুদের বিরোধী নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের ভুল বোঝান ভোটব্যাঙ্কের স্বার্থে’। শাসক দল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে এমন অভিযোগও হামেশাই করে থাকেন শুভেন্দু। উত্তরপ্রদেশের যোগী সরকারের উদাহরণ টেনে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অন্যান্য বঙ্গ বিজেপি নেতাদের মুখে বারবারই শোনা গিয়েছে সংখ্যালঘুদের ‘বন্ধু’ প্রেম কথা।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত, সামনেই পঞ্চায়েত ভোট। তারপর লোকসভা। তার আগে সংখ্যালঘুদের পাশে পেতে এখন মরিয়া গেরুয়া শিবির। তবে আজকের মুরারইয়ের সমাবেশ থেকে শুভেন্দু অধিকারী ঠিক কী বার্তা দেন, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষদের উদ্দেশ্যে সে দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

বলাবাহুল্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই বীরভূম জেলায় একাধিক রাজনৈতিক কর্মসূচি করতে দেখা যাচ্ছে গেরুয়া শিবিরকে। গরু পাচার মামলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। এই পরিস্থিতিতে ‘অনুব্রতহীন’ বীরভূমে রাজনৈতিক চাপ তৈরির কৌশল নিচ্ছে বিজেপি। এমনই মত ওয়াকিবহাল মহলের।

(Feed Source: news18.com)