প্রকাশ্যে ‘পুষ্পা ২’-এর মুক্তির তারিখ, বিয়ে সারলেন কণিকা, আজকের বিনোদনের সারাদিন

প্রকাশ্যে ‘পুষ্পা ২’-এর মুক্তির তারিখ, বিয়ে সারলেন কণিকা, আজকের বিনোদনের সারাদিন

কলকাতা: প্রকাশ্যে এল অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ ছবির মুক্তির তারিখ। ‘বিশ্ব চা দিবস’-এ বন্যা বিধ্বস্ত অসমের পাশে দাঁড়ানোর আর্জি জানালেন টেলি তারকারা। এক ঝলকে দেখে নেওয়া যাক বিনোদনের কোন কোন খবর আজকে নজর কাড়ল।

বলিউডে স্টারকিড

সদ্যই রাজশ্রী প্রডাকশনসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা হয়েছে সুখবরটি। জানা গিয়েছে, জনপ্রিয় অভিনেত্রী পুনম ধিলোঁর (Poonam Dhillon) কন্যা পালোমার (Paloma Dhillon) আত্মপ্রকাশ হতে চলেছে তাদের আগামী ছবিতে। মুখ্য চরিত্রেই দেখা যাবে তাঁকে। আর তাঁর বিপরীতে অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ হবে আর এক স্টার কিডের। তিনি সানি দেওলের কনিষ্ঠ পুত্র রাজবীর দেওল (Rajveer Deol)। পরিচালক সূরজ বরজাতিয়ার ছেলে অবনীশ বরজাতিয়ার ছবি দিয়ে জুটি বাঁধবেন এই দুই স্টার কিড।

বক্স অফিসে বাজিমাত

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ‘ভুলভুলাইয়া টু’ ছবির প্রথমদিনের বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট অনুযায়ী জানা গিয়েছে, কোনওরকম উৎসবের মরসুম ছাড়াই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। আর তাতেও বক্স অফিসে রেকর্ড গড়া কালেকশন হয়েছে কার্তিক আরিয়ানের নতুন ছবির। জানা গিয়েছে, প্রথমদিনই ‘ভুলভুলাইয়া টু’ ব্যবসা করেছে ১৪.১১ কোটি টাকার। এর পাশাপাশি তরণ আদর্শের আরও একটি পোস্ট থেকে জানা যাচ্ছে, উৎসবের মরসুম ছাড়া মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে ‘ভুলভুলাইয়া টু’ ছবিরই প্রথমদিনের বক্স অফিস কালেকশন সবথেকে বেশি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’। তৃতীয় স্থানে রয়েছে আলিয়া ভট্টের ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’।

আইনি পদক্ষেপ নিলেন ধনুশ

বেশ কিছুদিন ধরেই চলছে টানাপোড়েন। মাদুরাইয়ের এক দম্পতি দক্ষিণী সুপারস্টার ধনুশকে (Dhanush) তাঁদের সন্তান বলে দাবি করেন। গত বছরের শেষের দিকে ওই দম্পতি মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন এই দাবি নিয়ে যে, তাঁদের তিন সন্তানের মধ্যে ধনুশ একজন। এএনআই সূত্রে খবর, মাদুরাইয়ের ওই দম্পতির ধনুশকে (Dhanush Raja) নিজেদের সন্তান বলে দাবি করার পর তাঁর আইনজীবী ওই দম্পতিকে আইনি নোটিস পাঠিয়েছেন। ধনুশের বাবা কস্তুরি রাজার (Kasturi Raja) বক্তব্য, ‘ধনুশ আমাদের সন্তান। মাদুরাইয়ের ওই বৃদ্ধ দম্পতির মামলার কারণে আমাদের এবং ধনুশকে নানা বদনামের মুখে পড়তে হচ্ছে। আমাদের পরিবারের বদনাম হচ্ছে।’ ওই বৃদ্ধ দম্পতির দাবি যে মিথ্যে, সে কথাও উল্লেখ করা রয়েছে ওই নোটিসে। এর পাশাপাশি নোটিসে দম্পতির বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলাও দায়ের করা হয়েছে।

‘পুষ্পা- দ্য রুল’ ছবির মুক্তির দিন প্রকাশ্যে

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই ‘পুষ্পা’ ছবির সিক্যুয়েল (Pushpa The Rule) নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছে। কোথাও দাবি করা হচ্ছে চলতি বছর ডিসেম্বরে মুক্তি পাবে আল্লু অর্জুনের ‘পুষ্পা দ্য রুল’। আবার কোথাও দাবি করা হচ্ছে আগামী বছর মুক্তি পেতে পারে এই ছবি। আবার কোনও সূত্রে দাবি করা হচ্ছে, পরিচালক সুকুমারের এই ছবির দ্বিতীয় ভাগের স্ক্রিপ্ট তৈরিতে কিছুটা বেশি সময় লেগেছে। তাই মুক্তি পেতে কিছুটা বিলম্ব হচ্ছে।

‘চা দিবস’-এ তারকাদের আর্জি

এই বিশেষ দিনে চা শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন হিন্দি টেলিভিশনের একাধিক জনপ্রিয় মুখ। অসমের বন্যার (Assam Flood) কারণে সেখানের চা শ্রমিকদের দুর্ভোগ নিয়ে টিভি তারকারা উদ্বেগ প্রকাশ করলেন আজ। একইসঙ্গে নিজেদের জীবনে চায়ের তাৎপর্যও ভাগ করে নেন। পাশে দাঁড়ালেন হিন্দি ধারাবাহিক ‘ভাবিজি ঘর পর হ্যায়’-এর জনপ্রিয় মুখ অভিনেত্রী শুভাঙ্গী আত্রে, একতা কপূরের ‘যোধা আকবর’ খ্যাত অভিনেতা রবি ভাটিয়া ও অসম-কন্যা টেলিভিশন তারকা দেবলীনা ভট্টাচার্য।

‘লাল সিং চাড্ডা’র প্রচারে চমক

মুক্তির অপেক্ষায় আমির খান ও করিনা কপূর খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’। চলছে প্রচার পর্ব। কিন্তু এখনও পর্যন্ত ছবির ট্রেলারই মুক্তি পায়নি। আর সেই অনুষ্ঠান নিয়েই বড় ভাবনা রয়েছে ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর। আগামী ২৯ মে মুক্তি পাচ্ছে ছবির ট্রেলার। কোথায়? ক্রিকেট ও সিনেমা প্রেমীদের সারপ্রাইজ দিয়ে আইপিএলের ফাইনালের (IPL Finale) দিনে সেখানেই মুক্তি পাবে ছবির ট্রেলার (Trailer launch)।

নস্ট্যালজিক সুস্মিতা সেন

২১ মে। এই দিনটি বলিউড অভিনেত্রী (Bollywood Actress) সুস্মিতা সেনের (Sushmita Sen) জীবনে বিশেষ অবদান রাখে। আজ থেকে ঠিক ২৮ বছর আগে, এই দিনেই তাঁর মাথায় উঠেছিল সেরার শিরোপা। সারা বিশ্ব তাঁকে চিনেছিল ‘মিস ইউনিভার্স’ (Miss Universe) হিসেবে। একটি বিশেষ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, ‘সৌন্দর্য্য একটা অনুভূতি। ভারতের সর্বপ্রথম মিস ইউনিভার্স খেতাব জেতার ২৮ বছর পূর্ণের শুভেচ্ছা। সময় যেন উড়ে চলে। কিন্তু সৌন্দর্য্য থেকে যায়!’ ১৯৯৪ সালে প্রথম কেউ ভারত থেকে ‘মিস ইউনিভার্স’-এর মুকুট পরেন মাথায়, আর সেই প্রথম জন হলেন সুস্মিতা সেন।

কণিকার বিয়ে

সাত পাকে বাঁধা পড়লেন গায়িকা কণিকা কপূর (Kanika Kapoor)। ব্যবসায়ী গৌতম হাতিরামানির (Gautam Hathiramani) সঙ্গে ২০ মে লন্ডনে (London) বিয়ে সারলেন কণিকা। বিয়ে সেরেছেন গতকাল। ইনস্টাগ্রামে আজ ছবি পোস্ট করে আবেগঘন ক্যাপশন লিখলেন গায়িকা। সকলের সঙ্গে শেয়ার করে নিলেন তাঁর বিশেষ মুহূর্ত।

(Source: abplive.com)