সলমন খানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে নাবালককে হেফাজতে নিল মুম্বই ক্রাইম ব্রাঞ্চ

সলমন খানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে নাবালককে হেফাজতে নিল মুম্বই ক্রাইম ব্রাঞ্চ

নয়াদিল্লি: সলমন খানকে (Salman Khan) খুনের হুমকি (death threats) দেওয়ার অভিযোগ। মঙ্গলবার হেফাজতে নেওয়া হল এক নাবালককে (minor arrested)। ফোন কলের মাধ্যমে ভাইজানকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

সলমন খানকে খুনের হুমকির অভিযোগ, গ্রেফতার নাবালক

মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে যে ১০ এপ্রিল মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে হুমকি ফোন আসে। যে ফোন করে সে নিজের পরিচয় দেয়, রকি ভাই নামে, বাসস্থান জানায় রাজস্থানের যোধপুর (Jodhpur)। সে নিজের পরিচয় দেয় ‘গোরক্ষক’ হিসেবে। সে সলমন খানকে ৩০ এপ্রিল ‘সরিয়ে দেবে’ বলে হুমকি দেয় বলে অভিযোগ।

মুম্বই পুলিশ খোঁজ নিয়ে নিশ্চিত করেছে যে ফোন করে সে নাবালক। এক অধিকর্তার কথায়, ‘এখনও পর্যন্ত আমাদের মনে হয় না যে ওই ফোনকলকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। কিন্তু ওই নাবালক এমন কাণ্ড ঘটিয়েছে কেনে সেই খোঁজ নেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, গত ২৬ মার্চ, ধাকড় রাম নামে রাজস্থানের যোজপুরের লুনির এক বাসিন্দাকে গ্রেফতার করা হয় সলমন খানকে হুমকি চিঠি পাঠানোর অভিযোগে। হেফাজতে রয়েছেন তিনি। বান্দ্রা পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত তাঁর হুমকি মেলে উল্লেখ করেন যে সলমন খানের পরিণামও ‘সিধু মুসেওয়ালা’র মতো হবে।

যোধপুরের লুনি পুলিশ স্টেশনের এক কর্তা, ঈশ্বর চাঁদ পারিক বলেন, ‘সলমন খানকে হুমকি চিঠি পাঠানোর অভিযোগে বান্দ্রা পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছে। মুম্বই পুলিশ ও লুনি পুলিশের যৌথ অপারেশনে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।’

প্রসঙ্গত, একের পর এক হুমকি পাওয়ার পর সলমন খানের জন্য ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তার ব্যবস্থা করে মুম্বই পুলিশ। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে হুমকি চিঠি পাওয়ার পর মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে অভিনেতার জন্য।

অন্যদিকে, মুক্তির অপেক্ষায় সলমন খানের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। একের পর এক গানে মন জয় করেছে এই ছবি ইতিমধ্যেই। সেই আবহেই গতকাল মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। আগামী ২১ এপ্রিল মুক্তি পাওয়ার কথা এই ছবির।

(Feed Source: abplive.com)