TRP: নাচা-গানা সব ফেল রচনা ম্যাজিকের সামনে! সেরার তাজ ফিরে ফেলেন ‘দিদি নম্বর ১’

TRP: নাচা-গানা সব ফেল রচনা ম্যাজিকের সামনে! সেরার তাজ ফিরে ফেলেন ‘দিদি নম্বর ১’

২৬শে মার্চ সম্প্রচারিত হয়নি দিদি নম্বর ১-এর ‘সানডে ধামাকা পর্ব’। সৌজন্যে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডের টেলিকাস্ট। সেই সুবাদে গত সপ্তাহে নন-ফিকশন টিআরপি তালিকায় সোজা তিন নম্বরে নেমে যান রচনা। কিন্তু রানির মতো কামব্যাক করলেন বাংলা টেলিভিশনের দিদি। এই সপ্তাহে বড় ব্যাবধানে অন্য রিয়ালিটি শো-গুলিকে পিছনে ফেললেন রচনা।

‘দিদি নম্বর ১’-এর সানডে ধামাকা পর্বের টিআরপি ৫.৯। অর্থাৎ আইপিএল-এর মরসুমেও দিদি, বৌদিরা কিন্তু রচনার শো থেকে চোখ ফেরাননি। অন্যদিকে ‘ডান্স বাংলা ডান্স’-এর টিআরপি এক ঝটকায় অনেকটা কমেছে। স্লট ধরে রাখলেও ১.১ নম্বর কমলো এই নাচের রিয়ালিটি শো-এর। এই সপ্তাহে শ্রাবন্তী-শুভশ্রীদের সংগ্রহে মাত্র ৫.০ নম্বর। রেটিং তালিকায় খুব বেশি সুবিধা করতে পারছে না এই শো। মৌনি ম্যাজিকে ভর করে শুরুর দিকে ভালো ফল করলেও দীর্ঘদিন মৌনির অনুপস্থিতি হতাশ করছে ভক্তদের। বলিউডে একাধিক কমিটমেন্ট নিয়ে ব্যস্ত থাকায় একটানা দীর্ঘ সময় মৌনির হয়ে প্রক্সি দিতে দেখা গিয়েছে পূজা বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে শ্রাবন্তী-শুভশ্রীরা বারবার পড়ছেন সমালোচনার মুখে।

‘ডান্স বাংলা ডান্স’-এর টিআরপি কমায় আশার আলো দেখছেন সুপার সিঙ্গার ৪-এর নির্মাতারা। এই সপ্তাহে মাত্র ০.৯ পয়েন্ট পিছিয়ে রয়েছে স্টার জলসার গানের রিয়ালিটি শো। চলতি সপ্তাহে সুপার সিঙ্গারের মঞ্চে হাজির হচ্ছেন নচিকেতা চক্রবর্তীর মতো তারকা। তাই টিআরপি তালিকায় রেটিং বেশি পাওয়ার আশায় টিম ‘সুপার সিঙ্গার ৪’ টিম।

এক নজরে দেখুন নন-ফিকশনে সেরার তালিকা- 

দিদি নম্বর ১ [সানডে ধামাকা] (৫.৯)

ড্যান্স বাংলা ড্যান্স (৫.০)

সুপার সিঙ্গার ৪ (৪.১)

ঘরে ঘরে জি বাংলা (১.৩)

দু-সপ্তাহ আগেই বিকাল সাড়ে ৪টের স্লট থেকে সরিয়ে দুপুর ২.৩০ পাঠানো হয়েছে জি বাংলার গেম শো ‘ঘরে ঘরে জি বাংলা’কে। তবে সময় বদল হলেও ভাগ্য বদল হল না অপরাজিতা আঢ্যর শো-এর। ইন্দ্রাণী হালদারের সঞ্চালনায়  এই শো শুরুতে যতটা আশা জাগিয়েছিল তাঁর অর্ধেকও পূরণ করতে সফল হয়নি। এক কথায়, যতটা গর্জেছিল, ততটা বর্ষায়নি। জি বাংলার প্রিয় তারকাদের বাড়ি গিয়েও শো-এর রেটিং বাড়ছে না!

খুব শীঘ্রই জি বাংলায় শুরু হচ্ছে রান্নার নতুন শো, ‘আজকের অন্নপূর্ণা’। যা সঞ্চালনার দায়িত্বে থাকবেন ‘রান্নাঘর’ খ্যাত সুদীপা চট্টোপাধ্যায়। কোন সময়ে আসবে এই শো? সূত্রের খবর, দুপুরের স্লটে জায়গা পেতে পারে এই কুকিং শো।

(Feed Source: hindustantimes.com)