TRP: নাচা-গানা সব ফেল রচনা ম্যাজিকের সামনে! সেরার তাজ ফিরে ফেলেন ‘দিদি নম্বর ১’
২৬শে মার্চ সম্প্রচারিত হয়নি দিদি নম্বর ১-এর ‘সানডে ধামাকা পর্ব’। সৌজন্যে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডের টেলিকাস্ট। সেই সুবাদে গত সপ্তাহে নন-ফিকশন টিআরপি তালিকায় সোজা তিন নম্বরে নেমে যান রচনা। কিন্তু রানির মতো কামব্যাক করলেন বাংলা টেলিভিশনের দিদি। এই সপ্তাহে বড় ব্যাবধানে অন্য রিয়ালিটি শো-গুলিকে পিছনে ফেললেন রচনা। ‘দিদি নম্বর ১’-এর সানডে ধামাকা পর্বের টিআরপি ৫.৯। অর্থাৎ আইপিএল-এর মরসুমেও দিদি, বৌদিরা কিন্তু রচনার শো থেকে চোখ ফেরাননি। অন্যদিকে ‘ডান্স বাংলা ডান্স’-এর টিআরপি এক ঝটকায় অনেকটা কমেছে। স্লট ধরে রাখলেও…