হৈমন্তীর ফ্ল্য়াট সিল, হাওড়ার বাড়িতেও পৌঁছে গেল CBI, ঘিরে ফেলছে চারদিক

হৈমন্তীর ফ্ল্য়াট সিল, হাওড়ার বাড়িতেও পৌঁছে গেল CBI, ঘিরে ফেলছে চারদিক

নিয়োগ দুর্নীতি কাণ্ডে তল্লাশির মাত্রা একলাফে বাড়িয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। বাংলা জুড়ে একেবারে তল্লাশির ধূম পড়ে গিয়েছে।আর সেই তল্লাশির তালিকায় এবার গোপাল দলপতির স্ত্রীর হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের হাওড়ার বাড়ি। যে হৈমন্তী সম্পর্কে এর আগে গোপাল দলপতি বলেছিলেন দুর্নীতির অভিযোগের দূর দূর দিয়েও হৈমন্তীর কোনও সম্পর্ক নেই। কিন্তু অতটা হালকাভাবে অবশ্য নিচ্ছেন না তদন্তকারী আধিকারিকরা। হাওড়ার দক্ষিণ বাকসারায় হৈমন্তীর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী টিম। তবে ওই বাড়িতে কারা রয়েছেন সেব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

অন্য়দিকে এদিন হৈমন্তী ফোনে সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন। তবে হৈমন্তী বর্তমানে কোথায় তা জানা যায়নি।

এদিকে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির প্রতিনিধিরা আচমকাই তাদের তদন্তের গতি যেন এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছেন। একের পর এক পয়েন্টে তদন্ত চালাচ্ছেন আধিকারিকরা।

তবে হৈমন্তী আগেই সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছিলেন, তিনি এই দুর্নীতির ব্যাপারে কিছুই জানেন না। এদিকে হৈমন্তীর মা এর আগে সংবাদমাধ্যমের সামনে জানিয়েছিলেন, তাঁরা এনিয়ে কিছুই জানেন না। তবে প্রতিবেশীরা আগে জানিয়েছিলেন, একটা সময় হৈমন্তীর বাড়ির সামনে বড় বড় গাড়ি আসত। তবে এবার তদন্তকারীদের রাডারে সেই অভিনেত্রী তথা গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী।

এদিকে গোপাল দলপতির পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাড়িতেও হানা দিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। এমনকী বেহালায় যে ফ্ল্যাটে একটা সময় গোপাল ও হৈমন্তী থাকতেন সেখানেও হানা দিয়েছিল সিবিআই। সেখানে কেউ না থাকায় সেটিকে সিল করা হয়েছে। এদিকে বিগত দিনে দাবি করা হয়েছিল এই ফ্ল্যাটের বাইরে একাধিক কাগজ পড়েছিল যার সঙ্গে নিয়োগ সংক্রান্ত কিছু যোগ থাকতে পারে। সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

এদিন রাতে আচমকা দমদমের গোরাবাজার এলাকাতেও চলে আসেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। একাধিক জায়গায় তাঁরা খোঁজখবর নেন।

এদিকে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে শুক্রবার গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এরপর বিধায়ক তার দুটি ফোন বাড়ি সংলগ্ন পুকুরে ফেলে দেন বলে অভিযোগ। এরপর আর কোনও ঝুঁকি নেয়নি তদন্তকারী আধিকারিকরা। পুকুরের জল তোলার ব্যবস্থাও করা হচ্ছে। সূত্রের খবর, ওই ফোনগুলিতে এমন তথ্য থাকতে পারে যা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। সেকারণেই গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন তদন্তকারীরা। এমনকী বিধায়কের বাড়ি সংলগ্ন বাগান থেকে প্রচুর নথি পাওয়া গিয়েছে বলে খবর।

(Feed Source: hindustantimes.com)