নবাবের শহরে বাদশা শাহরুখ! পঞ্জাবকে হারা ম্যাচ জেতালেন লখনউয়ের বিপক্ষে

নবাবের শহরে বাদশা শাহরুখ! পঞ্জাবকে হারা ম্যাচ জেতালেন লখনউয়ের বিপক্ষে
লখনউ: লখনউ সুপার জায়ান্টস যে রান স্কোরবোর্ডে তুলেছিল সেটা তাড়া করা খুব একটা সমস্যা হবে পঞ্জাবের মনে হচ্ছিল না। কিন্তু শুরুতেই ধাক্কা লাগে পঞ্জাব দলে। খাতা না খুলেই ফিরে যান অথর্ব। প্রভসিমরান সিং মাত্র চার রান করেন। এরপর যদিও পঞ্জাবকে লড়াইতে ফিরিয়ে আনেন ম্যাথু শর্ট (৩৪) এবং হরপ্রীত সিং। অধিনায়ক স্যাম কারান মাত্র ছয় রান করে ফিরে যান।শেষ পর্যন্ত লড়াই চালাতে থাকেন সিকান্দার রাজা এবং জিতেশ শর্মা। মার্ক উড একের পর এক শর্ট বল করে পঞ্জাব ব্যাটসম্যানদের পরীক্ষা নিচ্ছিলেন। জিতেস আউট হলেন সেই উডের বলে। দুরন্ত ক্যাচ নিলেন রাহুল। টস জিতে পঞ্জাব কিংস যখন বোলিং করার সিদ্ধান্ত নিল, আর যেভাবে শুরু করেছিল লখনউ দেখে মনে হচ্ছিল অনেক বড় রান করে ফেলবে তারা।

(Feed Source: news18.com)