হাড্ডাহাড্ডি ম্যাচ জিতে বড় লাফ, ৩ নম্বরে সিএসকে, কী দাঁড়াল আইপিএলের পয়েন্ট তালিকা

হাড্ডাহাড্ডি ম্যাচ জিতে বড় লাফ, ৩ নম্বরে সিএসকে, কী দাঁড়াল আইপিএলের পয়েন্ট তালিকা

ব্যাঙ্গালোর : চিন্নাস্বামীতে রানের পাহাড় টপকানোর হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি চেন্নাইয়ের। ৮ রানের ব্যবধানে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে জিতে একলাফে তিন ধাপ উপরে উঠল মহেন্দ্র সিংহ ধোনি ব্রিগেড। আইপিএলের লিগ তালিকায় ছয় নম্বরে থেকে খেলতে নেমেছিল সিএসকে (CSK)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) হারিয়ে তারা পৌঁছে গিয়েছে লিগ তালিকার তিন নম্বরে। ৫ ম্যাচের শেষে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) তৃতীয় জয়ের সুবাদে ৬ পয়েন্ট। আর রান রেটের বিচারে তারা গতবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সকে (Gujrat Titans) পিছনে ফেলে দিয়েছে। আরসিবি-র ম্যাচের আগে সিএসকে-র রান রেট ছিল + ০.২২৫। আর বিরাট-ফাফদের হারানোর পর আপাতত ধোনিদের দলের রান রেট + ০.২৬৫। অপরদিকে, ৫ ম্যাচের শেষে ৬ পয়েন্টে থাকলেও + ০.১৯২ রান রেটের জেরে লিগ তালিকার চার নম্বরে নেমে গিয়েছে গুজরাত শিবির।

এদিকে, – ০.৩১৬ থেকে কমে ০.৩১৮ হলেও লিগ তালিকার সাত নম্বরেই থাকল আরসিবি। তবে ৫ ম্যাচের শেষে ২ টি জয়ের জেরে তাদের পয়েন্ট ৪। সিএসকে লিগ তালিকায় একলাফে তিনধাপ উঠে এলে পয়েন্ট টেবিলের প্রথম দুটি স্থানে কোনও পরিবর্তন ঘটেনি। আইপিএলের ২৪ ম্যাচের শেষে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ৫ ম্যাচের শেষে ৪টি জয়ের সুবাদে ৮ পয়েন্ট রাজস্থানের। সঞ্জু স্যামসনদের নেট রান রেটও খুব ভাল। +১.৩৫৪। পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। কে এল রাহুলরা ৫ ম্যাচের মধ্যে তিনটি জিতেছেন। তাঁদের পয়েন্ট ৬। নেট রান রেটও বেশ ভাল। +০.৭৬১। পাশাপাশি সিএসকে তিন ধাপ ওপরে ওঠায় শুধু গুজরাতই নয়। পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সও এক ধাপ করে নেমে গেল। আপাতত পয়েন্ট তালিকায় যথাক্রমে পাঁচ ও ছয় নম্বরে রয়েছে পাঞ্জাব ও কেকেআর।

এক ঝলকে আইপিএলের বর্তমান লিগ টেবিল – 

(রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কংস ম্যাচ (২৪) পর্যন্ত)

স্থান দল ম্যাচ জয় হার পয়েন্ট রান রেট
 ১ রাজস্থান রয়্যালস  ৪  ১ + ১.৩৫৪
 ২ লখনউ সুপারজায়ান্টস + ০.৭৬১
 ৩ চেন্নাই সুপার কিংস + ০.২৬৫
 ৪ গুজরাত টাইটান্স + ০.১৯২
 ৫ পাঞ্জাব কিংস  – ০.১০৯
 ৬ কলকাতা নাইট রাইডার্স + ০.৩২০
 ৭ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ০.৩১৮
 ৮ মুম্বই ইন্ডিয়ান্স – ০.৩৮৯
 ৯ সানরাইজার্স হায়দরাবাদ – ০.৮২২
 ১০ দিল্লি ক্যাপিটালস – ১.৪৮৮

(Feed Source: abplive.com)