ফের গুলিচালনা মার্কিন মুলুকে, আলাবামায় নিহত ৪

ফের গুলিচালনা মার্কিন মুলুকে, আলাবামায় নিহত ৪

মন্টগোমারি (আলাবামা): ফের গুলিচালনার ঘটনায় (Mass Shooting) রক্তাক্ত আমেরিকা (USA) । এবারের ঘটনা আলাবামা (Alabama) প্রদেশের ‘ডেডভিল’-এ। শনিবার রাতে সেখানকার এক ‘ডান্স স্টুডিও’-তে আচমকা গুলি চলে বলে স্থানীয় প্রশাসনের দাবি। তাতে এখনও পর্যন্ত ৪ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। জখম একাধিক। তবে কে বা কারা এই রক্তপাতের নেপথ্যে রয়েছে, কেনই বা এমন ঘটল সে ব্যাপারে কুলুপ এঁটেছে আলাবামা প্রশাসন।

যা জানা গেল…
আলাবামার স্থানীয় সময় অনুযায়ী, শনিবার রাত তখন সাড়ে দশটা। সংবাদসংস্থা এএফপি-র দাবি, ‘ডেডভিল’-এর ‘মাহগোনি মাস্টারপিস ডান্স স্টুডিও’-তে তখন অ্যালেক্সিক নামে এক ষোড়শীর জন্মদিনের পার্টি চলছিল। গান-নাচ-হুল্লোড় যখন তুঙ্গে, তখনই সম্ভবত গুলি চলে। নিহতদের একজন ফিল ডাওয়েল। এভাবে আচমকা নাতিকে হারিয়ে ভেঙে পড়েছেন দাদামশাই অ্যানেট অ্যালেন। বলেছেন, ‘বড় নম্র, ভদ্র ছেলে ছিল। কারও সঙ্গে কোনও দিন ঝামেলা করেনি। সব সময় মুখে হাসি লেগেই থাকত।’ জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন ফিলের মাও। গুলি লেগেছে তাঁর শরীরেও। আপাতত চিকিৎসাধীন তিনি। অসমর্থিত সূত্রে যা জানা যাচ্ছে, তাতে অন্তত ২০ জন গুলির আঘাত পেয়েছেন। কিন্তু গোটা ঘটনা নিয়ে কোনও বিশদ বিবরণ দিতে চায়নি আলাবামা প্রশাসন। তাদের একটাই বক্তব্য, ‘এখন এই নিয়ে কিছু বলা যাবে না।’ যদিও স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, যারা আহত হয়েছে তাদের বেশিরভাগই কিশোর-কিশোরী। আলাবামার গভর্নর গোটা ঘটনায় শোকপ্রকাশ করেন।  আপাতত ‘মাহগোনি মাস্টারপিস ডান্স স্টুডিও’ এবং লাগোয়া বাড়িগুলির আশপাশে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, তদন্তে পুলিশের পাশাপাশি সক্রিয় হয়েছে এফবিআই-ও। এর আগেও বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয়েছে মার্কিন মুলুক। ২০২৩ সালের জানুয়ারিতেই একই ধরনের একটি ঘটনা ঘটে।

আগেও এক ঘটনা…
ডাউনটাউন লস অ্যাঞ্জেলিস থেকে অন্তত ৭ কিলোমিটার দূরে মন্টেরি পার্ক শহরে চিনা নতুন বছর উদযাপনে উপলক্ষ্যে দুদিন ধরে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছিলেন। আপাতত যা জানা যাচ্ছে, তাতে অভিযুক্ত বন্দুকবাজ সম্ভবত কোনও পুরুষ। লস অ্যাঞ্জেলিস কাউন্টি শেরিফের ডিপার্টমেন্টের দাবি, মন্টেরি পার্কের কাছে চিনা নববর্ষ উপলক্ষ্যে জড়ো হয়েছিলেন বহু মানুষ। সেখানেই আচমকা এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজেরা। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ হয়েছেন ১৬ জন। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় চলে তল্লাশি। সোশ্যাল মিডিয়া ফুটেজে দেখা যায়, যন্ত্রণায় কাতরাতে থাকা জখমদের অ্যাম্বুল্যান্সের স্ট্রেচারে তোলা হচ্ছে। চার দিকে হইচই, শোরগোল। দিশাহারা মানুষজন। যে যে দিকে পারছেন, পালাচ্ছেন। প্রসঙ্গত, মার্কিন মুলুকে বন্দুকবাজের হানা একেবারে নতুন নয়। বরং মার্কিন প্রশাসনের এক বড় অংশের কাছে মাথাব্যথার বিষয় লাগামহীন এই ঘটনা।

(Feed Source: abplive.com)