পরতে হবে না কালো গাউন! গরমের ঠেলায় বদলে গেল হাইকোর্টের আইনজীবীদের পোশাকও

পরতে হবে না কালো গাউন! গরমের ঠেলায় বদলে গেল হাইকোর্টের আইনজীবীদের পোশাকও

কলকাতা: হালকা পাতলা পোশাক পরলেও গরমে ঘেমে নেয়ে একসা অবস্থা হচ্ছে৷ সেখানে ঘণ্টার পর ঘণ্টা কালো গাউন পরে ভিড়ে ঠাসা আদালত কক্ষে সওয়াল করা রীতিমতো কষ্টকর৷ বর্তমানে তাপপ্রবাহের পরিস্থিতি এবং প্রবল গরমের কথা মাথায় রেখে তাই আপতত কালো গাউন পরা থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করেছিলেন আইনজীবীরা৷ সেই আবেদনই অনুমোদন করেছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানম৷

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এই নির্দেশ উল্লেখ করে আজই বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল৷ সেখানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নির্দেশের কথা উল্লেখ করে বলা হয়েছে, ‘আবহাওয়ার পরিস্থিতির কথা মাথায় রেখে ২০২৩ সালের জুন মাসে গ্রীষ্মকালীন অবকাশের পর আদালত খোলা পর্যন্ত আইনজীবীদের গাউন পরা থেকে অব্যাহতি দেওয়া হল৷’ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এই নির্দেশে স্বভাবতই খুশি হাইকোর্টের আইনজীবীরা৷ আজ, বৃহস্পতিবার থেকেই এই নির্দেশ কার্যকর হবে৷

কলকাতার তাপমাত্রা বুধবারও চল্লিশ ডিগ্রি ছুঁয়েছে৷ রীতিমতো তাপপ্রবাহের পরিস্থিতি চলছে শহর জুড়ে৷ আইনজীবীরা বলছেন, এই অস্বাভাবিক গরমের মধ্যে প্রায় গোটা শরীর ঢাকা গাউন পরে কয়েক মিনিট থাকাও অসম্ভব৷ আদালতে সওয়াল করতে গিয়েও ক্লান্ত হয়ে পড়ছিলেন আইনজীবীরা৷

এ পরিস্থিতির মধ্যেই অবশ্য কিছুটা হলেও আশার খবর শুনিয়েছে আবহাওয়া দফতর৷ হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহের শেষেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমবে৷ সামান্য বৃষ্টির পূর্বাভাসও রয়েছে৷ আজই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঝড়, বৃষ্টি হয়েছে৷

(Feed Source: news18.com)