কলকাতা: রবিবার ইডেনে সবে শেষ হয়েছে কেকেআর বনাম চেন্নাই ম্যাচ। মাঠের একপাশে দেখা গেল মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দাঁড়িয়ে আলাদা করে কথা বলছেন লিটন দাস এবং রিঙ্কু সিং। অন্তত চার থেকে পাঁচ মিনিট দুজনের সাথে কথা বললেন ধোনি। নিঃসন্দেহে দুজনকেই যে ম্যাচ ফিনিশ করা নিয়ে টিপস দিয়েছেন মাহি সেটা বোঝা গেছে। বাংলাদেশের লিটন নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন।
তলায় লিখেছেন সেরা ফিনিশারের কাছ থেকে নেওয়া টিপস। অন্যদিকে রিঙ্কু আবার একটা হাফ সেঞ্চুরি করেছিলেন বটে, কিন্তু দলকে জেতাতে পারেননি। তিনি নিজের খেলার উন্নতি কিভাবে করবেন সেটাই জিজ্ঞেস করেছিলেন মাহিকে। নিজের অভিজ্ঞতার সমুদ্র থেকে দুজনকেই যাবতীয় পরামর্শ দিয়েছেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন।
Learning from the best. MSD the legend of the game! 🙏🏻💜💛#TATAIPL2023 pic.twitter.com/YDMjI0HjyV
— Litton Das (@LittonOfficial) April 24, 2023