পাওয়ার প্লে-তে ৫ উইকেট হারিয়েও দুরন্ত প্রত্যাবর্তন চেন্নাইয়ের, কেকেআরকে হারিয়ে ইডেনের রাজা ধোনি
কলকাতা: প্লে অফের দৌড়ে টিকে থাকার পরীক্ষায় প্রথম দুই পেপারে মিলেছে পাশ মার্ক। রইল বাকি তিন। বাকি তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিক গড়ে প্লে অফের টিকিট নিশ্চিত করতে পারবে কলকাতা নাইট রাইডার্স (KKR)? কোটি টাকার প্রশ্ন। নাইট শিবির আত্মবিশ্বাসী। তবে সতর্কও। এক-একটা ম্যাচ ধরে এগোতে চাইছে টিম ম্যানেজমেন্ট। কেকেআরের সামনে সবচেয়ে বড় কাঁটা, টুর্নামেন্টের গ্রুপ পর্বের চূড়ান্ত লগ্নে এমন সব দলের মুখোমুখি হতে হচ্ছে, যারা প্লে অফ দৌড়ের বাইরে। এবং কিছুই হারানোর নেই মানসিকতা থেকে আরও বিপজ্জনক। দিন তিনেক আগে সেরকমই…




