MS Dhoni: মানহানির মামলা হয়েছে, জানানো হোক ধোনিকে, নির্দেশ দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি: তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন মহেন্দ্র সিংহ ধোনি। পাল্টা ধোনির বিরুদ্ধেও মানহানির মামলা করেছেন তাঁর বন্ধু মিহির দিবাকর (Mihir Diwakar & Anr v Mahendra Singh Dhoni & Ors)। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে ছিল যে মামলার শুনানি ছিল। দিল্লি হাইকোর্টের বিচারপতি জানালেন, ফোন বা ই-মেল মারফত ধোনিকে জানানো হোক যে, তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। সেটাই সঠিক পন্থা হবে বলেও জানিয়েছে আদালত। বিচারপতি প্রতিভা এম সিংহ কোর্টের রেজিস্ট্রি এবং অভিযোগকারী মিহির দিবাকর, দুজনকেই জানিয়েছেন যে, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে জানানো হোক…