ফের মা হতে চলেছেন অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস! শনিবারই বেবিবাম্পের ফটোশ্যুটের ছবি পোস্ট করেছেন গ্যাব্রিয়েলা। আর তারপরই তাঁর ফের মা হতে চলার খবর ছড়িয়ে পড়ে। ফটোশ্যুটে বাদামী রঙের গাউনে ধরা দিয়েছেন গ্যাব্রিয়েলা। হাত রেখেছেন বেবি বাম্পে। এপর্যন্ত তো ঠিকই ছিল, তবে তাঁর ক্যাপশান ঘিরে কিছুটা সংশয়ে নেট পাড়ার বাসিন্দারা।
বেবিবাম্পের ছবি পোস্ট করে গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস লিখেছেন, ‘বাস্তব নাকি এআই?’ অর্জুনের বান্ধবী নিজেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেওয়ায় সংশয় তৈরি হয়েছে। যদিও তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি বহু নেট নাগরিক থেকে তারকা।
গ্যাব্রিয়েলার এই পোস্টের নিচে অর্জুন রামপাল একটি দুষ্ট চোখ এবং লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। শুভেচ্ছা জানিয়েছেন কাজল আগরওয়াল, তানিয়া ঘাভরি লিখেছেন, ‘মা তোমাকে ভালোবাসি’। অ্যামি জ্যাকসন লিখেছেন, ‘ওহ আমার প্রেমিকা!! আপনি এবং আপনার সুন্দর পরিবারের জন্য খুব খুশি’। দিব্যা দত্ত লেখেন, ‘ইয়ে, আশাকরি এটা বস্তাব!’ মনিকা ডোগরা, অমৃতা অরোরা, প্রজ্ঞা কাপুর সহ সকলেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। আর তাঁদেরকে উত্তর দিতে গিয়েই সামনে এসেছে সত্যিটা। অর্জুনের বান্ধবী জানিয়েছেন, তিনি সত্যিই দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা।
প্রসঙ্গত ২০১৮ সাল থেকে একে অপরকে চেনেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। গ্যাব্রিয়েলাকে ভালোবেসেই মেহর জেসিয়ার সঙ্গে প্রায় দুশকের দাম্পত্য জীবনে ইতি টানের অর্জুন। তার ঠিক পরপরই অর্জুন ও গ্যাব্রিয়েলার জীবনে আসে তাঁদের প্রথম সন্তান অ্যারিক। যাঁর বয়স এখন ৩। যদিও তাঁদের আইনি বিয়ে হয়নি। প্রথম স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গেও দুই কন্যা সন্তান রয়েছে অর্জুনের। তাঁদের নাম মায়রা ও মাহিকা। যাদের বয়স ১৭ ও ২১। এদিকে ৫০ বছরের অর্জুন চতুর্থবারের জন্য বাবা হতে চলেছেন।
(Feed Source: hindustantimes.com)