রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১ মাস শনি ও রবিবার দেরিতে চালু হবে কোলকাতার মেট্রো

রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১ মাস শনি ও রবিবার দেরিতে চালু হবে কোলকাতার মেট্রো

রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী একমাস আরও বেশি সময় ধরে শনি ও রবিবার স্বাভাবিক থাকবে না মেট্রো পরিষেবা। ওই সময়ে মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ পর্যন্ত সকালের দিকে কয়েক ঘণ্টা কোনও মেট্রো চলবে না। বৃহস্পতিবার মেট্রো কর্তৃপক্ষের তরফে একথা ঘোষণা করা হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবে সমস্যায় পড়তে চলেছেন যাত্রীরা।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, আগামী ৬ মে শনিবার থেকে ১১ জুন রবিবার পর্যন্ত এই লাইনে মেগা পাওয়ার ব্লক এবং রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই কারণে ওই সময় প্রতি সপ্তাহে সকালের দিকে নির্দিষ্ট সময় পর্যন্ত শনি ও রবিবার মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। সূত্রের খবর, আগামী ৬, ১৩, ২০, ২৭ মে এবং ৩ জুন সকাল ৬টা ৫০ মিনিট থেকে ১০টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষের মধ্যে কোনও মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। তবে ওই সময়ের পর থেকে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। অন্যদিকে, ৭, ১৪, ২১, ২৮ মে এবং ৪ জুন রবিবার সকাল ৯ টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা কোনও মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।

তবে ওই ৭টি শনিবার এবং রবিবার সকালে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো স্বাভাবিক থাকবে। তবে ২৮ মে এবং ১১ জুন সকাল ৯ টার পরিবর্তে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো পরিষেবা শুরু হবে ১০ টা থেকে।

প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়েছে যে টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো স্তম্ভ বিপদজনক অবস্থায় রয়েছে। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, স্তম্ভ সুরক্ষিত রয়েছে। এ বিষয়ে যাত্রীরা যাতে গুজবে কান না দেন তা নিয়ে তিনি সতর্ক করেছেন। উল্লেখ্য, বেশ কয়েক দিন ধরেই মেট্রো নির্দিষ্ট সময়ে চলছে না বলে অভিযোগ করেছেন যাত্রীদের একাংশ। তাছাড়া, প্ল্যাটফর্মের ডিস প্লে বোর্ড নিয়েও অভিযোগ উঠেছে। মেট্রো দেরিতে চলার ফলে অতিরিক্ত ভিড় হচ্ছে বলেও অভিযোগ করেছেন যাত্রীরা।

(Feed Source: hindustantimes.com)