বিরাটের সঙ্গে তুমুল ঝামেলা, সেই নবীনের সঙ্গে ‘বিশেষ সুযোগ’ দিলেন ধোনি

বিরাটের সঙ্গে তুমুল ঝামেলা, সেই নবীনের সঙ্গে ‘বিশেষ সুযোগ’ দিলেন ধোনি

কয়েকদিন আগে একানা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই ম্যাচে সুপার জায়েন্টসের ক্রিকেটার নবীন-উল-হকের সঙ্গে ম্যাচ চলাকালীন বিবাদে জড়িয়ে পড়েন বিরাট কোহলি। তারপরে সেই রেশ গড়ায় ম্যাচের শেষ পর্যন্ত। ম্যাচের শেষে গৌতম গম্ভীরের সঙ্গেও দীর্ঘ বাদানুবাদ হয় প্রাক্তন ভারত অধিনায়কের। সেই ঘটনার দুই দিন পর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামে লখনউ সুপার জায়ান্টস।‌ তবে মহেন্দ্র সিং ধোনি নবীনকে জরিয়ে ধরলেন।

বুধবার মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টস। কিন্তু ম্যাচ চলাকালীন বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচের ফলাফল অমীমাংসিত থাকে। ফলে দুই দলই ১ পয়েন্ট করে পায়। ম্যাচ ভেস্তে গেলেও মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ছবি তোলার সুযোগ ফসকাতে চাননি আফগান ক্রিকেটার নবীন উল হক। ধোনিও তাকে নিরাশ করেননি। ছবি তোলেন তাঁকে জড়িয়ে। সেই ছবি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে সপ্তাহের প্রথম দিন আরসিবি এবং লখনউ মুখোমুখি হয়। সেই ম্যাচ হারে সুপার জায়ান্টস। ব্যাঙ্গালোরের দেওয়া মাত্র ১২৭ রানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি তারা। কিন্তু ম্যাচ চলাকালীন ঝামেলা প্রচারের সমস্ত আলো কেড়ে নেয়। ঝামেলা শুরু হয় লখনউর বিদেশি বোলার নবীন ব্যাট করার সময়। বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। বিরাটও সেই সময় নিজের জুতো দেখিয়ে কথা বলতে থাকেন নবীনের সঙ্গে। যা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। আম্পায়ারদের মধ্যস্থতায় ঝামেলা থামে। কিন্তু ক্লাইম্যাক্স তখনও বাকি। ম্যাচের শেষে ঝামেলায় জড়ায় তারা। তখন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীরও বিতর্কে জড়িয়ে পড়েন। তিনি কোহলিকে কিছু একটা বলেন। তার পরেই বিবাদ বেড়ে যায়। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে সেখানে উপস্থিত দুই দলের সাপোর্ট স্টাফরা দুই ক্রিকেটারকেই সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ঝামেলা নতুন কিছু নয়। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময় বিরাটের সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। এই দুই ক্রিকেটারই দিল্লির হয়ে তাদের ঘরোয়া ক্রিকেট খেলতেন। লখনউয়ের স্পিনার অমিত মিশ্র ও সহকারী কোচ বিজয় দাহিয়াও দিল্লির হয়ে খেলেছেন। তারা ভালই করেই চেনেন এই দুজনকে। তাদেরকেই বেশি উদ্যোগ নিয়েই দুই ক্রিকেটারের ঝামেলা সামলাতে দেখা যায়। এই আবহেই ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ছবি তুলতে দেখা যায় আফগান বোলার নবীনের সঙ্গে।

(Feed Source: hindustantimes.com)