কেকেআরের পাঞ্জাব ডুয়েলে নজর, দুরন্ত জয় হায়দরাবাদের, ঝলকে আইপিএলের সেরা খবর

কেকেআরের পাঞ্জাব ডুয়েলে নজর, দুরন্ত জয় হায়দরাবাদের, ঝলকে আইপিএলের সেরা খবর

মুম্বই : আইপিএল (IPL 2023) এগোচ্ছে বিজনেস এন্ডের দিকে। জমে উঠছে প্লে-অফে (IPL Play Offs) স্থান পাকা করার লড়াই। রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) শেষ বলে হারিয়ে যে টক্কর আরও জমিয়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrishers Hydrabad)। এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট তালিকায় চারটি দল ১০ পয়েন্টে ও তিনটি দল ৮ পয়েন্টে। তাই সেই প্রথম চারে থেকে কোন চার ফ্র্যাঞ্চাইজি শেষ করবে তা নিয়ে জমজমাট লড়াইয়েরই অপেক্ষা। সোমবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) যে লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও পাঞ্জাব কিংস (Punjab Kings)।

মুখোমুখি কলকাতা-পাঞ্জাব

রাজস্থানকে এগিয়ে লিগ টেবিলে জমিয়ে তোলা সানরাইজার্স হায়দরাবাদকেই গত ম্যাচে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দেওয়ালে পিঠ ঠেকা অবস্থায় শেষ ওভারে যে ম্যাচে জিতে খানিকটা পয়েন্ট-অক্সিজেন পেয়েছে কেকেআর। যদিও তার ভরে প্লে-অফের-মাউন্ট এভারেস্টে ওঠা যাবে কি না, তা নিশ্চিত নয়। এই মুহূর্তে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৮ নম্বরে কেকেআর। প্লে-অফে জায়গা পাকা করতে নীতীশ রাণা, রিঙ্কু সিংহদের লিগ পর্বের বাকি চার ম্যাচের প্রত্যেকটিতেই জিততে হবে। ঘরের মাঠে যে চার ম্যাচের প্রথমটিতে প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে যারা পয়েন্ট তালিকায় ৭ নম্বরে। তবে কেকেআরকে হারাতে পারলে শুধু কলকাতাকে এবারের আইপিএলের সমীকরণ থেকে ছিটকে দেওয়াই নয়, সোজা পয়েন্ট তালিকায় তিন নম্বরে পৌঁছে যাবেন শিখর ধবন, স্যাম কারানরা। তাই এককথায়, ক্রিকেটের নন্দন কাননে অপেক্ষা করছে ধুন্ধুমার লড়াই।

রাজস্থানকে শেষ বল টেক্কা হায়দরাবাদের

মাথার ওপর ছিল ২১৪ রানের বিশাল বোঝা। ম্যাচ জিততে শেষ ২ ওভারে বাকি ৪১ রান। সানরাইজার্স হায়দরাবাদের অতি বড় ভক্তও ভাবতে পারেননি যে, ম্যাচের পরিণতি এরকম রুদ্ধশ্বাস হবে। রাজস্থান রয়্যালসের সমর্থকেরা ধরেই নিয়েছিলেন যে, ২ পয়েন্ট আসতে চলেছে তাঁদের ঝুলিতে (RR vs SRH)। অন্যরকম কিছু ভেবেছিলেন গ্লেন ফিলিপস ও আব্দুল সামাদ। শেষ ২ ওভারে কার্যত অসাধ্য সাধন করলেন দুজনে। সেই সঙ্গে ফের একবার প্রমাণ করে দিলেন, ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। ৭ বলে ২৫ রান করলেন ফিলিপস। ৭ বপলে ১৭ রান সামাদের। শেষ বলে সন্দীপ শর্মাকে ছক্কা মেরে হায়দরাবাদকে ম্যাচ জেতালেন। সেই সন্দীপ শর্মা, যিনি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একের পর এক নিখুঁত ইয়র্কারে মহেন্দ্র সিংহ ধোনিদের হাত থেকে ২ পয়েন্ট ছিনিয়ে নিয়েছিলেন। এবারের আইপিএলের একের পর এক ম্যাচ শেষ হচ্ছে নাটকীয়ভাবে। যশ দয়ালকে মারা রিঙ্কু সিংহের ৫ ছক্কা তো আইপিএলে অমরত্ব লাভ করে ফেলেছে। সেই তালিকায় ঢুকে পড়লেন সামাদও। রাজস্থান রয়্যালসের ২১৪/২ স্কোর ৬ উইকেট হারিয়ে তুলে নিল হায়দরাবাদ। সেই সঙ্গে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ভেসে রইল প্লে অফের দৌড়েও।

লখনউকে টেক্কা গুজরাতের

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে গুজরাত টাইটান্স (GT vs LSG) নিজেদের দাপট অব্যাহত রাখল। আইপিএল ইতিহাসে দুই বছরে নাগাড়ে চতুর্থবার লখনউকে হারাল গুজরাত। বল হাতে চার উইকেট নিয়ে গুজরাতের নায়ক মোহিত শর্মা (Mohit Sharma)। কুইন্টন ডিকক (Quinton de Kock) ৭০ রানের ইনিংস খেললেও লখনউ ২২৮ রান তাড়া করতে নেমে ১৭১/৭ থেমে গেল।

(Feed Source: abplive.com)